Baruipur: চম্পাহাটিতে লোন পাইয়ে দেওয়ার নামে করে লক্ষ লক্ষ টাকার ‘প্রতারণা’
Baruipur: স্থানীয় কয়েকজন যুবক যুবতীকে কাজেও নিয়োগ করেন তাঁরা। অভিযোগ, গ্রামের গরিব মানুষকে লোন পাইয়ে দেওয়ার কথা বলে ১০০০ টাকা করে নেওয়া হয়। ওই যুবক যুবতীরাই গ্রামে ঘুরে ঘুরে লোকজন জোগাড় করে আনে লোন দেওয়ার জন্য।

বারুইপুর: বারুইপুরের চম্পাহাটিতে লোন পাইয়ে দেওয়ার নামে করে প্রতারণার অভিযোগ উঠল এক সংস্থার বিরুদ্ধে। রাতারাতি অফিস বন্ধ করে টাকা হাতিয়ে পলাতক প্রতারকরা। বারুইপুর থানা এলাকার চম্পাহাটি স্টেশন সংলগ্ন এলাকায় গত তিন মাস আগে অফিস খুলে বসে একটি সংস্থা।
স্থানীয় কয়েকজন যুবক যুবতীকে কাজেও নিয়োগ করেন তাঁরা। অভিযোগ, গ্রামের গরিব মানুষকে লোন পাইয়ে দেওয়ার কথা বলে ১০০০ টাকা করে নেওয়া হয়। ওই যুবক যুবতীরাই গ্রামে ঘুরে ঘুরে লোকজন জোগাড় করে আনে লোন দেওয়ার জন্য। এভাবে প্রায় ৩০০-৪০০ জনের কাছ থেকে টাকা তোলা হয়েছে। কারও কারও কাছ থেকে আরও বেশি টাকাও তোলা হয়। শনিবার লোন দেওয়ার কথা ছিল। তার আগে বৃহস্পতিবার হঠাৎ দেখা যায় অফিস বন্ধ।
পরে খোঁজ করা জানা গিয়েছে, বাড়ি ভাড়া নিয়ে চলা ওই অফিসের ভিতর থেকে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রীও সরিয়ে ফেলা হয়েছে। অভিযোগ,অফিসটি বন্ধ করে রাতারাতি পালিয়েছে সংস্থার কর্মকর্তারা। এই পরিস্থিতিতে সংস্থায় কাজ করতে ঢোকা স্থানীয় যুবক যুবতীরা সমস্যায় পড়ে গিয়েছেন। সাধারণ মানুষ তাঁদের কাছে টাকা ফেরত চাইছেন। ইতিমধ্যেই বারুইপুর থানায় বিষয়টি জানিয়েছেন, ওই প্রতারিত যুবক যুবতীরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।





