Basanti Bomb: তা বলে শিশু শিক্ষা কেন্দ্রের সামনেও! গ্রামের পরিবেশ কী হচ্ছে! বাসিন্দাদের সঙ্গে উদ্বিগ্ন প্রশাসনও

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 01, 2023 | 11:26 AM

Basanti Bomb: এই ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। সেটিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Basanti Bomb: তা বলে শিশু শিক্ষা কেন্দ্রের সামনেও! গ্রামের পরিবেশ কী হচ্ছে! বাসিন্দাদের সঙ্গে উদ্বিগ্ন প্রশাসনও
বাসন্তীতে আতঙ্ক (নিজস্ব চিত্র)

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বাসন্তী (Basanti) থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের নিতাইপাড়ায়। এলাকার লোকজনের অভিযোগ, গত সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এলাকায় ঢুকে বোমাবাজি করে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বর্তমান তৃণমূলের কর্মী তথা শিক্ষক সুনীল নস্করের বাড়ির সামনে রাস্তার ওপরে বোমা মারার দাগ রয়েছে। বাড়়ির সামনে একটি বোমা পড়ে থাকতেও দেখা যায়। ঢিল ছোড়া দূরত্বে কালী মন্দিরের সামনে ও বোমা মারার দাগ এবং সুতুলি পড়ে থাকতে দেখা যায়। সুনীলের বক্তব্য, “বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। মন্দিরের সামনে আরও দুটো। আতঙ্কে রয়েছি। আমার বাবা মাও অসুস্থ হয়ে গিয়েছে। বাচ্চাগুলোও আতঙ্কে।” আরও জানা গিয়েছে,এমএসকে শিশু শিক্ষা কেন্দ্রের সামনে ও বোমার দাগ রয়েছে। মনে করা হচ্ছে, সেখানেও বোমাবাজি (Bombing) হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।এই ঘটনা জানাজানি হতেই লোকজন জড়ো হতে থাকে ঘটনাস্থলে।

এই ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। সেটিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তীতে বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী ও সংলগ্ন এলাকা এমনিতেই স্পর্শকাতর। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এভাবে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পঞ্চায়েত নির্বাচনেও এলাকা তপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। গ্রামে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এভাবে যত্রতত্র যেখানে সেখানে বোমা পড়ে রয়েছে। অনেক সময়ে বোমা বল ভেবে খেলতে গিয়ে শৈশবও আক্রান্ত হচ্ছে। আমরা সত্যিই ভয়ে রয়েছি।”  পঞ্চায়েত সদস্যার বক্তব্য, “আমরা কিছুই জানি না। অন্য বাড়িতে একটি অনুষ্ঠানে ছিলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে, গ্রামে নজরদারি বাড়ানো হচ্ছে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla