Basanti Bomb Recover: একটি-দু’টি নয়, ৮টি তাজা বোমা উদ্ধার বাসন্তী থেকে
Basanti Bomb Recover: জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা হাফিজুল মোল্লার পরিত্যক্ত বাড়ি লাগোয়া ঝোপের মধ্যে একটি ব্যাগ দেখা যায়। তার মধ্যে ৮টি তাজা বোমা রাখা ছিল বলে জানা যায়।
বাসন্তী: ভোটের আবহে এবার ব্যাগ ভর্তি তাজা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। রবিবার ব্যাগের মধ্যে থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকা থেকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা হাফিজুল মোল্লার পরিত্যক্ত বাড়ি লাগোয়া ঝোপের মধ্যে একটি ব্যাগ দেখা যায়। তার মধ্যে ৮টি তাজা বোমা রাখা ছিল বলে জানা যায়। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ বম্ব স্কোয়্যাডকে খবর দেয়।
আর এই ঘটনায় সরাসরি বিরোধীদের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।যদিও এই বোমা রাখার কাজ দুষ্কৃতীদের বলে দাবি করেছেন বাসন্তী তৃণমূলের বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, “কাঁঠালবেড়িয়া থেকে যে বোমা উদ্ধার হয়েছে তা দুষ্কৃতীরা মজুত করছে। ওরা আরএসপি ও সিপিএম করে। আমি অবিলম্বে দোষীদের শাস্তি চাইছি।”
প্রসঙ্গত, গতকাল আরামবাগে ১৬টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার পর জোর চাঞ্চল্য দেখা যায়। এলাকার উপপ্রধানের বাড়ির সংলগ্ন একটি পাট ক্ষেত থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয়।