Basanti Road Accident: নিয়ন্ত্রণহীন বাইক ছুটিয়ে কাল, ছিটকে পড়ে মৃত্যু ১, আহত ২
Basanti Road Accident: রবিবার রাত্রিবেলা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কালিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, সোনাখালি এলাকার বাসিন্দা তিন বন্ধু গদখালি এলাকা থেকে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে ফিরছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকটি।

বাসন্তী: ছিল না হেলমেট। তাই ছাড়াই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটছিল বাইক। সওয়ারি তিন বন্ধু। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই ছিটকে গিয়ে পড়লেন বাইক থেকে। মুহূর্তে রক্তে ভাসল গোটা রাস্তা। মৃত্যু একজনের। আশঙ্কাজনক আরও দু’জন।রবিবার রাত্রিবেলা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কালিডাঙা এলাকায়।
জানা গিয়েছে, সোনাখালি এলাকার বাসিন্দা তিন বন্ধু গদখালি এলাকা থেকে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে ফিরছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকটি। ছিটকে পড়ে যায় তিনজনই। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। সেই সময় তিন ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম শাহিন লাল (২৪)। অপর দু’জন হলেন সরাপ লস্কর ও রাকিব সর্দার। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একই সঙ্গে মৃত যুবকের দেহটি সোমবার ময়নাতদন্তের পাঠানোর জন্য হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মদ খেয়ে বাইক চালাচ্ছিল মনে হয়। মাথায় হেলমেট ছিল না। এত জোরে গাড়ি চালাচ্ছিল হাতের কন্ট্রোল হারিয়ে উল্টে গিয়ে পড়ে পুকুর পাড়ে। আর বাধানো ঘাটে মাথা ঠুকে যায়। সে যেন পুরো রক্তারক্তিকাণ্ড। পরে একটা আওয়াজ পেয়ে ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই ওদের।”
