AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: ভাঙড়ে ফের ISF-এ ভাঙন, বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

Bhangar: ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় অবজার্ভার শওকত মোল্লা জানান, শুধু ভগবানপুর নয় ভাঙরের সর্বত্রই আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করছে। বিধানসভা ভোটে যারা ভুল বুঝে আইএসএফ করেছিল, তারা তৃণমূলে যোগদান করছে আগামী দিনে যা এলাকায় তৃণমূলকে অনেক বেশি শক্তিশালী করবে।

Bhangar: ভাঙড়ে ফের ISF-এ ভাঙন, বদলাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ভাঙড়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 11:21 AM
Share

ভাঙড়: ভাঙড়ে আবারও আইএসএফে ভাঙন। এবার ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম-সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের হাত ধরে যোগ দেয় তৃণমূলে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এলাকায় একটা মিছিল করে তাঁরা। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানান খাইরুল ইসলাম।

যদিও ভগবান অঞ্চল আইএসেফ নেতা বাবুসোনা মোল্লা বলেন,  “ওরা নিজেদের লোক সাজিয়েই যোগদান করিয়েছেন, আমাদের কোনও লোক তৃণমূলে যোগ দেয়নি।” এই যোগদান নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় অবজার্ভার শওকত মোল্লা জানান, শুধু ভগবানপুর নয় ভাঙরের সর্বত্রই আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করছে। বিধানসভা ভোটে যারা ভুল বুঝে আইএসএফ করেছিল, তারা তৃণমূলে যোগদান করছে আগামী দিনে যা এলাকায় তৃণমূলকে অনেক বেশি শক্তিশালী করবে।

অক্টোবরের শুরুর দিকেই ভগবানপুর অঞ্চলে প্রায় ৭০টি আইএসএফ পরিবার যোগ দিল তৃণমূলে।  ভাঙড়ের পাকাপোল বাজারে তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলামের হাত ধরে যোগ দেন আইএসএফ কর্মীরা।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙনের একটা ট্রেন্ড শুরু হয়েছিল। আগামী লোকসভা নির্বাচনের আগেও ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি একই কথা বলছে।