AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: জলপাইগুড়ি থেকে ফিরেই শরীর অসুস্থ, হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর

Police Death: মৃত্যু ওই পুলিশ আধিকারিকের। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে ফিরে এসে ডিউটি জয়েন করার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ কর্মী।

Bhangar: জলপাইগুড়ি থেকে ফিরেই শরীর অসুস্থ, হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর
মৃত পুলিশ আধিকারিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 9:15 PM
Share

ভাঙড়: মৃত্যু কলকাতা পুলিশের এক আধিকারিকের। তিনি ভাঙড় থানায় কর্মরত ছিলেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি বাড়িও গিয়েছিলেন বলে খবর। সেখান থেকে ফিরে আসার পরই মর্মান্তিক পরিণতি। মৃত্যু ওই পুলিশ আধিকারিকের। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে ফিরে এসে ডিউটি জয়েন করার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ কর্মী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর এমনটাই মনে করছেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ অফিসারের নাম সুভাষচন্দ্র রায় (৫৬)। তিনি ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। জলপাইগুড়ির বাসিন্দা সুভাষবাবু। ছুটি থেকে ফিরে শুক্রবার রাতে ডিউটি জয়েন করেছিলেন। সকালে অসুস্থতা বোধ করায় থানা লাগোয়া চন্দনেশ্বর বাজার থেকে কিছু ওষুধ কিনে খেয়েছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। শনিবার দুপুরে হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার ও সহকর্মীরা।

ভাঙড় ১ এর জনপ্রতিনিধি মহম্মদ মিজারুল রহমান বলেন, “আমার সঙ্গে ফোনে কথা হয়েছে ওসি-র। তিনি আমায় বিষয়টা জানায়। আমি সমবেদনা জানালাম। খুবই খারাপ লাগল।”