BJP: ‘যেন একেবারে কাটা ঘায়ে নুনের ছিটে’, অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Jun 18, 2024 | 11:54 PM

BJP: আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর।

BJP: ‘যেন একেবারে কাটা ঘায়ে নুনের ছিটে’, অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল
জেলার রাজনৈতিক মহলে জোর চাপানউতোর
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আমতলা: রাজ্যে ঘুরছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদরা। সোমবার গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখাও করেন। এবার ঘুরছেন দক্ষিণবঙ্গে। এদিকে ভোটে ভরাডুবির পর থেকে যেন মনটা ভাল নেই পদ্ম নেতাদের। গোষ্ঠীদ্বন্দ্বের খবরও প্রায়শই শোনা যাচ্ছে। এবার আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর। 

সূত্রের খবর, ক্ষোভ মূলত জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। এদিনই সেই ক্ষোভই উগরে দেন অভিজিৎ দাসের অনুগামীরা। ক্ষোভ জানাতে আমতলা দলীয় কার্যালয় থেকে আধারমণি গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পরে প্রতিনিধি দলের পথ আটকান তাঁরা। তাঁদের বক্তব্য, ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি।

এদিকে সেই বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের গ্রাম আলতাবেড়িয়ায় দেখা করতে গিয়ে কার‌ও দেখা পেল না কেন্দ্রীয় প্রতিনিধি দল। যার বিরুদ্ধে বিক্ষোভ সেই জেলা সভাপতি অভিজিৎ সর্দারের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিক্ষোভকারীদের গ্রাম আলতাবেড়িয়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে তিনি নিয়ে এসেছেন। বিক্ষোভকারীদের ভুল বোঝানো হয়েছে।” কার্যত, এ কথা বলে ঘুরিয়ে অভিজিৎ দাসকে কাঠগড়ায় তোলেন অভিজিৎ। এদিকে এ ঘটনায় যে পদ্ম শিবিরের অস্বস্তি আরও বেশ খানিকটা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। 

Next Article