BJP: ‘মহিলাদের পেটে লাথি’, জীবনতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার ভিডিয়ো শেয়ার শুভেন্দুর

BJP: এদিন পরিকল্পনা করেই বাপনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর।

BJP: মহিলাদের পেটে লাথি, জীবনতলায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার ভিডিয়ো শেয়ার শুভেন্দুর
হামলার ভিডিয়ো শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 17, 2025 | 8:52 PM

ক্যানিং: বিজেপি করার ‘অপরাধে’ এক ব্যক্তি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। বিজেপি কর্মী বাপন মণ্ডল ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটেরদিঘির ঘটনা। ঘটনায় আহত একই পরিবারের পাঁচ সদস্য। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ এলাকার তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। সোমবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

দীর্ঘদিন ধরে প্রতিবেশী শ্যামল দাস, সুব্রত দাসদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে বাপন মণ্ডলের। অভিযোগ, জোর করে বাপনদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ বিষয়ে আদালতে মামলা করেন বাপন। সেই রাগ থেকেই এদিন পরিকল্পনা করেই বাপনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর।

এই ঘটনায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত গুন্ডারা এই হামলা চালিয়েছে। শুভেন্দু লেখেন, “মহিলাদেরও নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। তাঁদের পেটে লাথি মারা হয়েছে। বয়স্ক এক মহিলার হাত ভেঙে দিয়েছে। ওই বাড়ির শিশুও হামলার হাত থেকে ছাড় পায়নি। ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে।”

এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।