Budge Budge Crime: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আগুনে পুড়িয়ে ‘খুনে’র অভিযোগ বাপের বাড়ির

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 03, 2022 | 4:27 PM

Budge Budge: প্রায় ১০ বছর আগে দেখাশুনা করে বিয়ে হয় তাঁদের। বাহিরকুঞ্জ গ্রামের নরেন্দ্র নাথ মাইতির সঙ্গে বিবাহ হয় ওই একই থানা এলাকার বাওয়ালীর গ্রামের করবী মাইতির । বিয়ের পর স্বাভাবিকই ছিল সব। বেশ চলছিল তাঁদের সংসার। কিন্তু কিছুদিন পর সংসারে অশান্তি শুরু হয়। প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। আর তারই জেরে এই চরম পরিণতি বলে অনুমান।

Budge Budge Crime: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ বাপের বাড়ির
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘিরে চাঞ্চল্য ছড়াল বজবজে (Budge Budge)। মৃতার নাম করবী মাইতি (২৯)। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেদের পুড়িয়ে হত্যা করেছে ওই গৃহবধূকে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালি থানার অন্তর্গত বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত নলদাঁড়ি এলাকার বাহিরকুঞ্জ গ্রামে। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে দেখাশুনা করে বিয়ে হয় তাঁদের। বাহিরকুঞ্জ গ্রামের নরেন্দ্র নাথ মাইতির সঙ্গে বিবাহ হয় ওই একই থানা এলাকার বাওয়ালীর গ্রামের করবী মাইতির । বিয়ের পর স্বাভাবিকই ছিল সব। বেশ চলছিল তাঁদের সংসার। কিন্তু কিছুদিন পর সংসারে অশান্তি শুরু হয়। প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। আর তারই জেরে এই চরম পরিণতি বলে অনুমান।

গৃহবধূর বাপের বাড়ি লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে পুড়িয়ে মেরে দিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনা, নোদাখালি থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মৃতার শ্বশুর, শ্বাশুড়ি ও জা সহ মোট ৪ জনকে আটক করেছে। এদিকে নোদাখালি থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে মুচিশা লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির এক সদস্য অয়ন মণ্ডল জানিয়েছেন, “ভোরবেলা সাড়ে তিনটে নাগাদ খবর পাই। জানতে পারি দিদি মারা গিয়েছে। দিদির জিভ বেরিয়ে গিয়েছিল। কোথায় আগুন লাগানো হয়েছিল, তা ঠিক জানি না। তবে দিদির দেহ পড়েছিল দোতলার ছাদের উপর। সেখানে ব্যারেল, দেশলাই ছিল। দিদি আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনও চক্রান্ত ছিল এর পিছনে। আমাদের বক্তব্য, যদি কেউ এই ঘটনা করে থাকে, তবে সেই দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়।” এদিকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে নোদাখালি থানার পুলিশ। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও বিশদে তথ্য জোগাড় করছেন তাঁরা।

আরও পড়ুন : Maoist Poster: ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে! স্পেশাল হোমগার্ড পদে ‘ক্রিমিনালদের’ চাকরি দেওয়ার অভিযোগ

Next Article
Bomb blast in Diamond Harbour: বল ভেবে পায়ে ঠেলতেই বিকট শব্দ, মুহূর্তে ঝলসে গেল ৪ বছরের শিশুর হাত-পা
Canning News: শ্বশুরবাড়িতেই জামাইকে ধারাল অস্ত্র দিয়ে কোপালেন শ্বশুর! অভিযোগ ঘিরে চাঞ্চল্য