AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: সুন্দরবনের বর্ডার পার করলেই আসবে অ্যালার্ট, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবার আচ্ছা করে জব্দ করবে BSF

BSF: সুন্দরবনের জলপথে পর্যাপ্ত নজরদারির জন্য ভাসমান বর্ডার আউট পোস্ট তৈরি করেছে বিএসএফ। ১৩টির মতো ভাসমান বর্ডার আউট পোস্ট রয়েছে বর্তমানে। এগুলি মূলত সুন্দরবনের নদী সীমান্ত সুরক্ষিত রাখতে সাহায্য করে। কিন্তু এই ধরনের বর্ডার আউট পোস্ট যে যথেষ্ট নয়, তা মনে করছেন বিএসএফের দক্ষিণবঙ্গের কর্তারা। একারণেই ডিআরডিও'র প্রযুক্তি এই এলাকাকে আরও সুরক্ষিত রাখবে বলে তাঁরা মনে করছেন।

BSF: সুন্দরবনের বর্ডার পার করলেই আসবে অ্যালার্ট, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবার আচ্ছা করে জব্দ করবে BSF
ফাইল ফোটোImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 06, 2025 | 10:06 AM
Share

সুন্দরবন: সুন্দরবনের নদী সীমান্তে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র। এবার অনুপ্রবেশ রুখতে ডিআরডিও-র প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিল। রাখা হচ্ছে উপগ্রহ চিত্র থেকে ড্রোনের মতো আধুনিক নজরদারির নতুন ব্যবস্থা।

বিএসএফের বক্তব্য, কাঁটাতারহীন অংশ ছাড়া স্থলপথ সীমান্তের বাকি অংশ দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে সফল তারা। কিন্তু চিন্তা রয়ে গিয়েছে সুন্দরবনের জলপথ দিয়ে অনুপ্রবেশ নিয়ে। এবার সুন্দরবনের নদী পথে অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর সাহায্য নিচ্ছে বিএসএফ। উপগ্রহ চিত্রের পাশাপাশি সুন্দরবনের গোটা নদী এলাকায় আকাশ থেকে ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো হবে বলে বিএসএফ সূত্রে খবর।

মোট ১১৩ কিলোমিটার অংশে এই ড্রোন এবং উপগ্রহ চিত্র বিএসএফের কাছে আসবে। এমনকি বাংলাদেশিদের হাতে যে মোবাইল থাকবে তাতে বাংলাদেশি সিম দিয়ে কথা বললেই অনুপ্রবেশ করার সময় ডিআরডিও-র রেডারের প্রযুক্তিতে তা ধরা পড়বে। যা বিএসএফকে অনুপ্রবেশ রুখতে সাহায্য করবে।

বিএসএফের কর্তা থেকে আধিকারিকরা মনে করছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ যেভাবে বাড়ছে, তাতে সুন্দরবনের নদী পথ অনুপ্রবেশের জন্য ব্যবহার হতে পারে। ভারতে নাশকতমূলক কার্যকলাপের জন্য সুন্দরবনের নদী পথকে মূলত টার্গেট করতে পারে জেহাদিরা। তবে সেই নদী পথ এতটাই দুর্গম যে প্রতিটি অংশে নজরদারি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করছেন বিএসএফের কর্তারা।

এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার গবেষণা সংস্থা ডিআরডিও’র প্রযুক্তি অনুপ্রবেশ রুখতে এবং প্রতিটি অংশে নজরদারি চালাতে সাহায্য করবে বলে দাবি বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে পর্যাপ্ত নজরদারির জন্য ভাসমান বর্ডার আউট পোস্ট তৈরি করেছে বিএসএফ। ১৩টির মতো ভাসমান বর্ডার আউট পোস্ট রয়েছে বর্তমানে। এগুলি মূলত সুন্দরবনের নদী সীমান্ত সুরক্ষিত রাখতে সাহায্য করে। কিন্তু এই ধরনের বর্ডার আউট পোস্ট যে যথেষ্ট নয়, তা মনে করছেন বিএসএফের দক্ষিণবঙ্গের কর্তারা। একারণেই ডিআরডিও’র প্রযুক্তি এই এলাকাকে আরও সুরক্ষিত রাখবে বলে তাঁরা মনে করছেন।