বজবজ: প্রেমিকার জন্য স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল, বিভিন্ন ভাবে স্ত্রীকে নির্যাতনও করেছেন, এমনকি প্রেমিকার পিছনে টাকাও উড়িয়েছেন প্রচুর, গয়নাগাটি, লিপস্টিক কিনে দিয়েছেন ভুরি ভুরি! অথচ সেই কিনা এখন সম্পর্ক রাখতে নারাজ। রাগে প্রেমিকার গলায় ভাঙা ব্লেড চালিয়ে দিলেন যুবক। অভিযোগ ঘিরে সরগরম বজবজ স্টেশন রোড সংলগ্ন এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার সন্ধ্যায় তাঁরা এক যুবতী ও এক যুবককে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু একান্তই ব্যক্তিগত বিষয় ভেবে স্থানীয় দোকানদার ও পথচলতি সাধারণ মানুষ কেউই নাক গলাননি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই ওই যুবতীকে তাঁর গলায় চাপ দিয়ে মাটিতে পড়ে যেতে দেখেন। কাছে গিয়ে দেখেন, গলা থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত। হাত দিয়ে চেপে রেখেছিলেন। হাত চুইয়ে রক্তে ভিজে যাচ্ছিল কুর্তি। যুবক ভিড়ের মধ্যে পালিয়ে মিশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। এরপর উঠে আসে আসল তথ্য।
জানা গিয়েছে, ওই যুবকের নাম অরূপ বাগ। বছর বিয়াল্লিশের অরূপ বজবজ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ব্যাচেলার রোডের বাসিন্দা। অরূপ পুলিশকে জেরায় জানিয়েছেন, মহেশতলার বাটানগরের বাদাম তলার বাসিন্দা অঞ্জলি সিংহ ওরফে টুটু নামে ওই গৃহবধূর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল তাঁর। বেশ কয়েক বছর সম্পর্ক চলে ওঁদের। টুটুর পিছনে তিনি বিভিন্ন সময়ে বহু টাকা খরচ করেছেন। স্ত্রীয়ের সঙ্গে ঝগড়াও করেছেন। অথচ এখন টুটু ফোন ধরা বন্ধ করে দিয়েছেন তাঁর। সম্পর্কে রাখতে অনীহা প্রকাশ করছেন বলে দাবি যুবকের।
সেই কারণেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। রাগের বশেই দেখা করার অছিলায় তাঁকে ডেকে নিয়ে এসে ব্লেড চালিয়ে দেন বলে পুলিশ জেরায় স্বীকার করেছেন অরূপ। তবে গৃহবধূর পরিবারের দাবি, অরূপ জোর করেই টুটুর সঙ্গে সম্পর্ক রাখছিলেন। টুটু এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন না। যুবকের বিরুদ্ধে বজবজ থানার পুলিশ খুনের চেষ্টা, হুমকি, অবৈধভাবে সম্পর্ক সৃষ্টির মতো বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।