South 24 Parganas: হাঁসুয়া নিয়ে বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়লেন ব্যক্তি, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক?
Businessman attacked by friend: ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রবীর মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন। আচমকা পিছন থেকে হাঁসুয়া দিয়ে তাঁর গলা লক্ষ্য করে কোপ মারেন সুব্রত। হতচকিত হয়ে দৌড়ে পালান প্রবীর মণ্ডল। কিন্তু, বন্ধুর উপর হামলা কেন চালালেন অভিযুক্ত?

ঘটকপুকুর: দু’জনে একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিনের বন্ধুত্ব তাঁদের। এক বন্ধুর স্ত্রীর সঙ্গে অন্যজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে রক্তারক্তি কাণ্ড ঘটল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া ঘটকপুকুর চৌমাথায়। জনবহুল বাজারে পেশায় ফল ব্যবসায়ী বন্ধুকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল অপরজনের বিরুদ্ধে। ব্যবসায়ীর কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত আক্রান্ত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটকপুকুর ট্র্যাফিক পুলিশের বুথে খবর আসে, এক ব্যক্তি হাঁসুয়া নিয়ে বাজারে এক ব্যবসায়ীকে কোপ মেরেছেন। ট্র্যাফিক সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং দেবাশিস হালদার এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এবং সুব্রত নস্কর নামে এক ব্যক্তিকে ধরে ফেলেন। পুলিশ দেখেন সেখানেই রক্তাক্ত হয়ে পড়ে আছেন প্রবীর মণ্ডল নামে ঘটকপুকুর বাজারের এক ফল ব্যবসায়ী। ট্র্যাফিক পুলিশের দুই সার্জেন্ট দ্রুত আহত প্রবীর মণ্ডলকে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠান। এবং সুব্রত নস্করকে ভাঙড় থানার হাতে তুলে দেন। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে সুব্রত নস্করকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রবীর মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন। আচমকা পিছন থেকে হাঁসুয়া দিয়ে তাঁর গলা লক্ষ্য করে কোপ মারেন সুব্রত। হতচকিত হয়ে দৌড়ে পালান প্রবীর মণ্ডল। কিন্তু, বন্ধুর উপর হামলা কেন চালালেন অভিযুক্ত? জানা গিয়েছে, সুব্রত নস্কর ও প্রবীর মণ্ডল ভাঙড়ের কালিকাপুর গ্রামের বাসিন্দা। সুব্রতর সন্দেহ, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে প্রবীরের। বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পর্ক সন্দেহেই তিনি এই হামলা চালান বলে মনে করছে পুলিশ। তবে এমন জনবহুল বাজারে এই ঘটনায় হতবাক এলাকার ব্যবসায়ীরা।
