Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: ‘আইএসএল-ও খেলব’, ডায়মন্ড হারবার ফুটবল টিমের লোগো প্রকাশ করে সদর্প ঘোষণা অভিষেকের

Diamond Harbour: আগামী ১-২ বছরের মধ্যে প্রিমিয়ার-এ, প্রিমিয়ার-বি খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আগামী ৪-৫ বছরের মধ্যে ফুটবলের নতুন উচ্চতায় পৌঁছবে এই ক্লাব। লোগো লঞ্চের মঞ্চেই হুঙ্কার অভিষেক বন্দোপাধ্যায়ের।

Diamond Harbour: 'আইএসএল-ও খেলব', ডায়মন্ড হারবার ফুটবল টিমের লোগো প্রকাশ করে সদর্প ঘোষণা অভিষেকের
ফুটবল ক্লাবের উদ্বোধনে অভিষেক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 5:22 PM

ডায়মন্ড হারবার : জল্পনা চলছিলই। অবশেষে নববর্ষের শুরুতেই এল সেই শুভক্ষণ। পয়লা বৈশাখেই সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে মাঠে নেমে পড়ল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব(Diamond Harbor Football Club)। হয়ে গেল লোগো লঞ্চ। একইসঙ্গে তাঁর হাত দিয়ে প্রকাশ্যে এল ডিএইচএফসি-র নতুন জার্সি(DHFC’s New Jersey)। এর আগে বার পুজোতে অংশ নিতে দেখা যায় অভিষককে (Diamond Harbor MP Abhishek Bandopadhyay)। শুক্রবার সকালে যা নিয়ে ব্যাপক উন্মাদনার ছবি ধরা পড়ে অভিষেক অনুগামীদের মধ্যে।

অন্যরূপে সাংসদকে পেয়ে আনন্দে মাতোয়ারা হতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাধারণ মানুষদেরও। লোগো-জার্সি উন্মোচন করতে এসে রাজ্য তথা দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন অভিষক। বাংলার ফুটবলের অগ্রগতিতে আগামীতে ডায়মন্ড হারবারও যে বড় ভূমিকা রাখতে চলেছে তাও এদিন বলতে শোনা যায় প্রত্যয়ী অভিষককে। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন বাংলার বিখ্যাত ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়(Trinamool MP Prasoon Bandopadhyay)। মঞ্চে দাঁড়িয়েই প্রবল উচ্ছ্বাসের সঙ্গে ডিএইচএফসি-র নতুন জার্সি পরতে দেখতে দেখা যায় তাঁকে। প্রসূনের পাশাপাশি জাতীয় ফুটবলার রহিম নবিও ছিলেন অনুষ্ঠানে।

তৃণমূল সাংসদ অভিষেক বলেন, ‘সকলের আর্শীবাদ, ভালবাসাকে পথচলার প্রেরণা করে আমাদের স্বপ্নের ক্লাবের যাত্রা শুরু হল। ধন্যবাদ জানাই, ডায়মন্ড হারবারের প্রত্যেকটা মা-ভাই বোনেদের। আমি ঘোষণা করেছিলাম, ২০১৯ সালে  একটা ক্লাব খুব শীঘ্রই চালু করব। তার কারণ ২০১৭ সাল থেকে আমরা এমপি কাপ শুরু করেছি এবং আমি লক্ষ্য করেছি যে ধরনের প্রতিভা, যে ধরনের ট্যালেন্ট এই গ্রাম বাংলায় রয়েছে, তাদের জন্য যদি না সঠিক একটা প্ল্যাটফর্ম দিতে পারি, তাদের প্রতিভার প্রতি বিচার না করতে পারি, তাদের প্রতিভাকে আরও উন্নত থেকে উন্নত মানের করতে না পারি, তাহলে আমরা আমাদের দায়বদ্ধতা, দায়িত্ব সরিয়ে রাখছি বলে মনে হবে।’

এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও বিশেষ ধন্যবাদ জানান তিনি। নতুন ক্লাব প্রতিষ্ঠায় আইএফএ-এর কর্তাদের পাশে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক। এমনকী  ক্লাবের ভবিষ্যৎ নিয়েও আশার কথা শোনা যায় তাঁর গলায়। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে অভিষেক আরও বলেন, ‘আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা ফার্স্ট ডিভিশন ক্লাব হিসাবে উঠে এসেছি। আগামী ১-২ বছরের মধ্যে প্রিমিয়ার-এ, প্রিমিয়ার-বি খেলব। আগামী ৪-৫ বছরের মধ্যে ফুটবলের নতুন উচ্চতায় এই ক্লাব গিয়ে পৌঁছবে এই বিশ্বাস আমি রাখি। দরকার হলে আইএসএল-ও আমরা খেলব। আজকে ডায়মন্ড হারবারের যে সমস্ত মানুষের ভালোবাসা,আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছায় এমপি কাপ আজ নতুন উচ্চতায় পৌঁছেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই এমপি কাপের দেখাদেখি শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমএলএ কাপ, এমপি কাপ শুরু হয়েছে। একটা নিদর্শন আমরা তৈরি করেছি।’

আরও পড়ুন : মেঘালয়ে ভোটে লড়ছে তৃণমূল, মে’র শুরুতেই সফরে অভিষেক