Dilip Ghosh: মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর ছাড়তেই মেলায় দিলীপ ঘোষ, শোনালেন বড় আশার খবর
Gangasagar Mela: মঙ্গলবার বিকেলে সেখানে সাগর স্বচ্ছ্ব ভারত সেবাদল দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করেন তিনি। দিলীপ ঘোষ সেখানে জানিয়ে দিলেন, গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর আগামী দিনে সেতুও তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর থেকে যাওয়ার পরই মেলায় এসে দিলীপ ঘোষের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গঙ্গাসাগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা থেকে ফিরে যেতেই সেখানে হাজির বিজেপি নেতা দিলীপ ঘোষ। সূর্য যখন মধ্যগগণে, তখন নামখানার জেটি ঘাটে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে লঞ্চে চেপে সাগরের বেনুবন হয়ে বিকেল তিনটে নাগাদ পৌঁছান গঙ্গাসাগরের মেলায়। গঙ্গাসাগরে পা রেখেই বড় ঘোষণা বিজেপি সাংসদের। মঙ্গলবার বিকেলে সেখানে সাগর স্বচ্ছ্ব ভারত সেবাদল দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করেন তিনি। দিলীপ ঘোষ সেখানে জানিয়ে দিলেন, গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর আগামী দিনে সেতুও তৈরি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর থেকে যাওয়ার পরই মেলায় এসে দিলীপ ঘোষের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কারণ, গঙ্গাসাগরের মেলার জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, কী কী উদ্যোগ নিয়েছে, এদিনই তার খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের মেলার জন্য কেন্দ্রের থেকে কোনও আর্থিক সাহায্য পাওয়া যায় না বলেও তোপ দেগেছেন তিনি। রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, সে কথা বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন সাগর ব্লকে পানীয় জল প্রকল্প থেকে শুরু করে গঙ্গা সেতু, হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতুর প্রকল্পের কথাও তুলে ধরেন। আগে যে বলা হত, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার… সেই সময় এখন আর নেই, তা বার বার বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘এখন গঙ্গাসাগর বার বার’। গঙ্গাসাগর যে এখন আর দুর্গম নয়, সে কথা বলছেন দিলীপ ঘোষও।
দিলীপবাবু বললেন, “সবথেকে দুর্গম তীর্থগুলির মধ্যে একটি ছিল গঙ্গাসাগর। এখন আর দুর্গম নেই। আগে বন-জঙ্গল ছিল, বাঘ ছিল, কুমির ছিল। যেহেতু এখানে আসা ও ফিরে যাওয়া কঠিন ছিল, অনেকে জীবিত ফিরতেও পারতেন না। এখন তো হেলিকপ্টারও চলছে। রাস্তা হয়ে গিয়েছে। আগামী দিনে ব্রিজ হওয়ার কথা চলছে, সেটাও হয়ত করে দেওয়া হবে।”





