AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election: ISF প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় ভাঙড়ে মার সরকারি কর্মীকে, ক্ষোভ বাড়তেই রাতারাতি বসল সিসিটিভি

Panchayat Election: সূত্রের খবর, শনিবার ভাঙড় ২ ব্লকে আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় বিদ্যুৎ ঘোষ নামে এক সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে। যা নিয়ে জোর শোরগোল গোটা জেলাজুড়ে।

Panchayat Election: ISF প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় ভাঙড়ে মার সরকারি কর্মীকে, ক্ষোভ বাড়তেই রাতারাতি বসল সিসিটিভি
জোর শোরগোল ভাঙড়ে
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 11:07 AM
Share

ভাঙড়: মনোনয়ন জমার শুরু দিন থেকেই রাজ্য়ের নানা প্রান্ত থেকে লাগাতার আসতে থাকে অশান্তির খবর। তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় ২ ব্লকে। মার খেয়েছেন খোদ সরকারি আধিকারিক। সেই ঘটনার পরই তড়িঘড়ি সিসিটিভি (CCTV) ক্যামেরা লাগানো হল ভাঙড় ২ ব্লক অফিস কার্যালয়ে। মূলত সরকারি কর্মীদের নিরাপত্তা এবং ভোটের (Panchayat Election 2023) গোলমাল ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর ব্লক প্রশাসন সূত্রে।

সূত্রের খবর, শনিবার ভাঙড় ২ ব্লকে আইএসএফ (ISF) প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় বিদ্যুৎ ঘোষ নামে এক সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা রাজ্জাক মোল্লার বিরুদ্ধে। এলাকায় ওই নেতা আবার আরাবুল ইসলামের ঘনিষ্ঠ বলেই পরিচিত। কর্মরত অবস্থায় বিদ্যুৎবাবুকে প্রায় ২০০ জন এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। 

এ ঘটনার পরেই তীব্র আতঙ্ক ছড়ায় সরকারি কর্মীদের মধ্যে। অনেকেই ভোটের ডিউটি করতেও অস্বীকার করেন। যদিও ব্লক প্রশাসনের আধিকারিকরা তাঁদের আশ্বস্ত করেন। বাড়তি নিরাপত্তা দেওয়ারও কথা বলেন। ঠিক এরপরই ব্লক অফিস চত্বরে নতুন করে ১৮ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি লাগানো হয়। এই ক্যামেরাগুলির নাইটভিশন সেন্সরও রয়েছে। এমনকি এগুলি সাউন্ড রেকর্ডও করতে পারে। ব্লকের মূল গেটেও কয়েকটি ক্যামেরা লাগানো হয়েছে। ব্লক প্রশাসনের এক কর্তা বলছেন, “ব্লক অফিস অনেক ক্যামেরা আছে। ভোট সংক্রান্ত গোলমালে নজরদারি চালাতে এবার অফিসে বাইরে মেন রোড পর্যন্ত একাধিক ক্যামেরা ইনস্টল করা হল।” অন্যদিকে আহত ক্যাশিয়ার ইন চার্জ বিদ্যুৎ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মীরা। ইতিমধ্যেই কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড় ২ ব্লকের সরকারি কর্মচারীরা। ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা বলছেন, “ঘটনার কথা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। কেউ যদি এটা করে থাকে তাহলে তা ঠিক হয়নি।”