High Court on Rail: কুলপি-ডায়মন্ড হারবার-পূজালি-উলুবেড়িয়া, নতুন রুটে চলবে ট্রেন! হাইকোর্টের নির্দেশে বাড়ছে আশা
High Court on Rail: হাইকোর্টের এই রায়ে খুশি বাখড়াহাট নাগরিক মঞ্চ ও এলাকার সাধারণ মানুষজন। তাঁদের বক্তব্য এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হলে দক্ষিণ ২৪ পরগনা থেকে খুব অল্প সময়ের মধ্যে ও কম খরচে কলকাতায় পৌঁছে যাবে।

ডায়মন্ড হারবার: কুলপি থেকে ডায়মন্ড হারবার-গুরুদাস নগর, গুরুদাস নগর হয়ে বাখড়াহাট, বাখড়াহাট হয়ে পূজালি ভায়া উলুবেড়িয়া, এই রুটের রেল প্রকল্প আটকে ছিল জমি জটে। থমকে ছিল রেলের কাজ। কোর্টের রায়ে কি মিটল জট?
২০২৩ সালের ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। আর সেই চিঠিতে উল্লেখ করেন যে রেল মন্ত্রক রেলের কাজ করতে ইচ্ছুক হলেও রাজ্য সরকার জমি না দেওয়ায় কাজ থমকে রয়েছে। তারপরও কাজ হয়নি।
পরবর্তীতে বাখড়াহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাম রাবণ পাল নামে এক ব্যক্তি তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলায় হাইকোর্ট রায় দেয়, রাজ্য ও রেল দফতরকে আগামী ৪ মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের এই রায়ে খুশি বাখড়াহাট নাগরিক মঞ্চ ও এলাকার সাধারণ মানুষজন। তাঁদের বক্তব্য এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হলে দক্ষিণ ২৪ পরগনা থেকে খুব অল্প সময়ের মধ্যে ও কম খরচে কলকাতায় পৌঁছে যাবে।
তবে সমস্যাটা হল ২০২৩-এ চিঠি পাওয়ার পরও রাজ্য সরকার জমি অধিগ্রহণ শুরু করেনি। এখন রাজ্য সরকার কোর্টের রায়কে মান্যতা দেয় কি না, সেটাই প্রশ্ন।





