Canning Snake Bite: সাপে কেটেছিল শিশুকে, হাসপাতালে না গিয়ে ওঝার শরণাপন্ন, সর্প দিবসে মৃত্যু ৬ বছরের হালিমার

Canning Snake Bite: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানকার বাসিন্দা ছলেমা সর্দার ও রেজ্জাক সর্দারের দুই শিশু কন্যা রয়েছে। রেজ্জাক পেশায় পরিযায়ী শ্রমিক।

Canning Snake Bite: সাপে কেটেছিল শিশুকে, হাসপাতালে না গিয়ে ওঝার শরণাপন্ন, সর্প দিবসে মৃত্যু ৬ বছরের হালিমার
মৃত্যু শিশুরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 3:12 PM

ক্যানিং: রবিবার আন্তর্জাতিক সর্প দিবস। আর এই দিনই উঠে এল মর্মান্তিক খবর। সাপে কাটার পর ছোট্ট শিশুকে হাসপাতালে নিয়ে না গিয়ে পরামর্শ নেওয়া হল ওঝার। ফলস্বরূপ ছটফটে শিশুটির প্রাণ চলে গেল এক লহমায়।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সেখানকার বাসিন্দা ছলেমা সর্দার ও রেজ্জাক সর্দারের দুই শিশু কন্যা রয়েছে। রেজ্জাক পেশায় পরিযায়ী শ্রমিক। তিনি আন্দামানে কর্মরত। শনিবার রাত্রিবেলা ছলেমা সর্দার তাঁর দুই শিশু কন্যা রেশমা (১২) ও হালিমা (৬)-কে নিয়ে তিনি ঘুমোচ্ছিলেন। সেই সময় ওই মহিলা বুঝতে পারেন পায়ে কিছু একটা কামড়েছে। পরে তাঁরা দেখতে পান একটি বিষধর কালাচ সাপ কামড়েছে তাদের।

এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে কুসংস্কারের উপর ভরসা করে ওঝার কাছে নিয়ে যান। কিন্তু তিনজনের অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় শেষমেশ টনক নড়ে পরিবারের। রবিবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত ওই শিশুটিকে ২৫ টি এভিএস দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু কোলে ঢোলে পড়ে ছবছরের হালিমা।

খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ওই শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, রবিবার আন্তর্জাতিক সর্প দিবসে এই ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।