South 24 Pargana: অনেকদিন ধরেই কাজটা চলছিল, তক্কে-তক্কে থাকার পর ফাঁকা বাজারে যুবককের কীর্তি দেখে রেগে লাল ব্যবসায়ীরা
South 24 pargana: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জী হাট এলাকার বহু পুরাতন বাজার।
দক্ষিণ ২৪ পরগনা: কখনও সবজি, কখনও মাছ, কখনও আবার পাল্লা-বাটখারা। নিত্যদিন চুরি হয়ে যাচ্ছিল। তবে কে করছিল তা বুঝে ওঠা যাচ্ছিল না। বারংবার অধরাই রয়ে যাচ্ছিল চোরেরা। তবে রোজদিন তো এমন ঘটনা চলতে পারে না। সেই মতোই ওঁত পেতে বসেছিলেন ব্যবসায়ীরা। শেষমেশ যখন সামনে এল আসল ঘটনা তখনই আঁতকে উঠলেন সকলে।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জী হাট এলাকার বহু পুরাতন বাজার। সেখানেই নৈশ প্রহরী থাকা সত্ত্বেও গত ছয় মাসে বহুবার চুরির ঘটনা ঘটেছে। কখনও সবজি, কখনও বা মাছ, কখনও আবার কখনও মাপার যন্ত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিল কেউ বা কারা। প্রত্যেকবার মহেশতলা থানায় অভিযোগ করা হলেও অধরাই রয়ে যাচ্ছিল চোরেরা। সেই মতোই বাজার কমিটির সদস্য এবং দোকানদারদের নিয়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাজার পাহারার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।
শুক্রবার রাত্রিবেলাও বাজার কমিটির কয়েকজন সদস্য বাজার পাহারা দেওয়ার সময় মাছ বাজারের কাছে দেখতে পায় দু-তিনজন যুবক হাতে থাকা ব্যাগে কিছু ভরার চেষ্টা করছে। চারিদিক থেকে ওই যুবকদের ঘিরে ধরলে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও মাছ সহ এক যুবক ধরা পড়ে যায়। ধরা পড়ার পর সেই যুবককে বেঁধে মারধর করা হলে সে স্বীকার করে নেয় এই চুরির ঘটনায় সে যুক্ত ছিল।অবশেষে মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা থানার সাদা পোশাকের পুলিশ অভিযুক্ত যুবককে থানায় আটক করে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম শামসুদ্দিন মল্লিক। সে নিজেকে তালতলা, মল্লিকপাড়ার বাসিন্দা বলে প্রথমে পরিচয় দেয়। তবে পুলিশ তদন্তের জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে ওই নামের কোনও ব্যক্তিকে এলাকাবাসী চিনতে পারেনি। ফলত, ধরা পরা ওই যুবকের নাম পরিচয় নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আজ অভিযুক্ত ওই যুবককে আলিপুর কোর্টে নির্দিষ্ট ধারায় পাঠানো হবে। এক মাছ ব্যবসায়ী বলেন, ‘ব্যানার্জী হাট বাজারে দীর্ঘদিন ধরে মাছ চুরির ঘটনা ঘটেছিল। আমরা বুঝতে পারছিলাম না কী ঘটছে। তারপর হাতে-নাতে পাকড়াও করি ওদের।’