Bangla NewsWest bengalSouth 24 parganas Jaynagar Incident Live Today: One Minor Girl Of Jaynagar Deadbody Recover, Family Claimed That She Was physically Harassed
Jaynagar Incident LIVE: কেন্দ্র ও রাজ্য দু’জনই ময়দানে, একসঙ্গে জয়নগর পৌঁছন নারী ও শিশু সুরক্ষা কমিশনের দল
Jaynagar incident: জানা গিয়েছে, নাবালিকা টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী। সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। তন্ন-তন্ন করে খোঁজার পরও মেয়ে না মেলায় পুলিশে খবর দেয় পরিবার। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।
পথে বিক্ষুব্ধ গ্রামবাসী
Image Credit source: Tv9 Bangla
Follow Us
আরজি করের ঘটনার রেশ কাটতে না কাটতেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, নাবালিকা টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী। সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। তন্ন-তন্ন করে খোঁজার পরও মেয়ে না মেলায় পুলিশে খবর দেয় পরিবার। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
06 Oct 2024 04:02 PM (IST)
জয়নগরে তুমুল বিক্ষোভ
কৃপাখালী গরান কাটি মোড়ে সাধারণ গ্রামবাসী এবং মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ।
রাজনৈতিক নেতাদের কোনও ভাবেই প্রবেশ করতে দেওয়া যাবে না এমনটাই বক্তব্য বিক্ষোভ অবস্থান থেকে।
একইসাথে বিচারের দাবি এবং দোষীদের শাস্তির দাবিতে সরব তারা।
06 Oct 2024 02:36 PM (IST)
জয়নগরের পাশে চিকিৎসকরা
জয়নগরে ছোট্ট তিলোত্তমার পরিবারের পাশে আন্দোলনরত চিকিৎসকরা। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটি প্রতিনিধি দল পৌঁছয় কুলতলি
পাঁচ সদস্যের প্রতিনিধি দল অনশন মঞ্চ থেকে রওনা দিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের সেই প্রতিনিধি দলে রয়েছেন দেবাশিস হালদার,কিঞ্জল নন্দ,তারিকুল ইসলাম,নাজির হোসেন,আলোলিকা ঘরুই
কাঁদতে কাঁদতেই মৃত নাবালিকার মা বিড়বিড় করে বললেন, “আমি বিচার চাই। আমি নিজের হাতে ওকে সাজা দেব। আমার বাচ্চাকে যেমন ছিঁড়ে খেয়েছে, আমি ওকে ছিঁড়ে খাব।” পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ করলেন তিনি।
এলাকার সিসিটিভি দেখতে চেয়েছিলেন তাঁরা। তাও দেখানো হয়নি বলে উপপ্রধানের বিরুদ্ধ অভিযোগ করলেন।
আরজি করের ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে দেহ সংরক্ষণের দাবি জানাতে থাকেন দেখাতে থাকেন বাম-বিজেপি সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, আচমকাই পুলিশ তাঁদের উপর বলপ্রয়োগ করে। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়।
শুধু তাই নয়, টিভি৯ বাংলার ক্যামেরা ভেঙে দেয় পুলিশ। এমনকী মারধর করে সাংবাদিককেও।
টিউশন থেকে আর বাড়ি ফেরেনি, উদ্ধার নাবালিকার নিথর দেহ
আরজি কর কাণ্ডের আবহে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল রাজ্যে। চতুর্থ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।