Kultali: কুলতলিতে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, টোটো চালককে গাছে বেঁধে বেধড়ক মার এলাকাবাসীর
Kultali: ঘটনাটি ঘটেছে কুলতলির মইপিঠ কোস্টাল থানা এলাকায়। যদিও ঘটনার পরেই ওই টোটো চালককে ধরে ফেলেন গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়েন সকলে। গাছে বেঁধেও ফেলা হয় অভিযুক্তকে। প্রকাশ্যেই চলে মারধর।

কুললতি: জয়নগর থেকে আরজি কর, গুড়াপ! বিগত কয়েকমাসে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় কড়া সাজা শুনিয়েছে আদালত। কোথাও ফাঁসি, তো কোথাও আমৃত্যু কারাবাসের সাজা! কিন্তু, পরিস্থিতির বদল কী আদৌও হচ্ছে? তারপরেও রাজ্যে নানা প্রান্ত থেকে মহিলাদের উপর অত্যাচারের নানা খবর প্রায়শই সামনে আসছে। বাদ যাচ্ছে না নাবালিকারাও। এবার এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কুলতলিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কুলতলির মইপিঠ কোস্টাল থানা এলাকায়। যদিও ঘটনার পরেই ওই টোটো চালককে ধরে ফেলেন গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়েন সকলে। গাছে বেঁধেও ফেলা হয় অভিযুক্তকে। প্রকাশ্যেই চলে মারধর। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
ইতিমধ্যেই ৪৫ বছরের ওই টোটো চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে। গ্রেফতারও করা হয়েছে ওই টোটো চালককে। তাঁর বাড়ি কুলতলি থানা এলাকাতেও। চলে জিজ্ঞাসাবাদ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। এদিনই ওই টোটো চালককে বারুইপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।





