Mamata Banerjee: ‘বাংলাদেশে ওদের মোটা লাঠি দিয়ে মেরেছে, ওরা খুঁড়িয়ে হাঁটছে’, সাগরে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 06, 2025 | 3:00 PM

Mamata Banerjee: মমতা বললেন, "গঙ্গাসাগরের জন‍্য যা করার করেছি। আগে বলি হত সব তীর্থ বার বার। কিন্তু গঙ্গাসাগর একবার। কুম্ভমেলায় কোটি কোটি টাকা দেওয়া হয় । অথচ লক্ষ লক্ষ লোক আসেন এই গঙ্গাসাগরে।"

Mamata Banerjee: বাংলাদেশে ওদের মোটা লাঠি দিয়ে মেরেছে, ওরা খুঁড়িয়ে হাঁটছে, সাগরে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মমতা

Follow Us

গঙ্গাসাগর মেলার আগে এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই সাগরে পৌঁছেছেন বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবী। এদিন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তিনি জানিয়েছেন, ওই মৎস্যজীবীদের মারধর করা হয়েছে বাংলাদেশে।

এদিকে, সাগর মেলাকে নিয়ে কেন্দ্রীয় সরকার কেন ভাবছে না, সেই প্রশ্নও তুললেন মমতা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Jan 2025 02:50 PM (IST)

    গঙ্গাসাগরে কেন্দ্রের সাহায্য আসে না, আক্ষেপ মমতার

    গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মমতার।

    • গঙ্গাসাগরের জন‍্য যা করার করেছি। আগে বলা হত, সব তীর্থ বার বার, কিন্তু গঙ্গাসাগর একবার।
    • কুম্ভমেলার জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়। অথচ লক্ষ লক্ষ লোক আসেন এই গঙ্গাসাগরে। তার জন্য কিছু করে না কেন্দ্র।
    • মুড়িগঙ্গার উপর সেতু করার জন্য কোনও এক নেতা বলেছিলেন। সেতু হয়নি।
    • ৯-১৭ জানুয়ারি পর্যন্ত কোনও তীর্থযাত্রী বা যে কেউ মারা গেলে ৫ লক্ষ টাকা করে বিমা পাবেন।
    • গঙ্গাসাগরের মহন্তকে বলব আপনাদের প্রচুর দান পান। উত্তরপ্রদেশে পাঠিয়ে দেন। আপনারা পাঠান। কিন্তু কিছু টা যদি খরচ করে কংক্রিট করে দেন তাহলে ভাঙন রোধ করা যাবে।
  • 06 Jan 2025 02:44 PM (IST)

    সমুদ্রসাথী প্রকল্প চালু করবেন মমতা

    • আমরা একটা সমুদ্রসাথী প্রকল্প চালু করব। ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। যে দু মাস মাছ ধরতে যেতে পারেন না, সেই সময় এই টাকা সরকার দেবে।
    • মৎস্যজীবীর মৃত্যু হলে, ২ লক্ষ করে টাকা দেওয়া হবে। মৎস্যবন্ধু প্রকল্প এটা।
    • মৎস্যজীবীদের পেনশন দেওয়া হবে। মৎস্যজীবীদের লোনের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে।- জানালেন মমতা।

  • 06 Jan 2025 02:40 PM (IST)

    ‘চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা’

    মৎস্যজীবীদের সম্পর্কে মমতা বললেন,

    • চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা। আমরা কী করে খবর পেলাম জানেন? আমরা সরকারে আসার পরে একটা করে মৎস্যজীবী কার্ড দিয়েছিলাম। এঁরা কোথাও চলে গেলে বা নিখোঁজ হলে আমরা জানতে পারি। পুলিশের মাধ‍্যমে এবং মন্টুরাম পাখিরার মাধ‍্যমে জানতে পারি।
    • আমরা দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখি। আজ আপনারা যাঁরা ফিরে এসেছেন তাঁদের মুখে হাসি ফুটেছে।
    • একজন জলে ঝাঁপ দিয়েছিলেন বলে মারা যান। তাঁর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে দিই। বাকি ৯৫ জনকে ফিরিয়ে আনতে পেরেছি।
  • 06 Jan 2025 02:36 PM (IST)

    বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মমতা

    • কয়েকজন খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞেস করে জানতে পেরেছি ওদের কাউকে কাউকে মারধার করা হয়েছে। হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।
    • হাতে-পায়ে মারা হয়েছে, ওরা আহত।
    • জলের মধ্যে মধ্যে অনেক সময় সীমানা বোঝা যায় না। তবে সাবধানে থাকতে হবে।