Open Firing: রোলের দোকানে বসে খাবার অর্ডার, তারপরই আচমকা চালালেন গুলি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবল ভক্ত নামের এক ব্যক্তি দাসপাড়ায় একটি রোলের দোকানে সন্ধ্যাবেলা খেতে এসেছিলেন। ওই রোলের দোকানি জানিয়েছেন, তিনি চারটি এগরোলের অর্ডার দিয়েছিলেন। এর পর হঠাৎই রাস্তার দিকে লক্ষ্য করে গুলি চালান। প্রচণ্ড শব্দে হকচকিয়ে যান সেখানে উপস্থিতরা।

Open Firing: রোলের দোকানে বসে খাবার অর্ডার, তারপরই আচমকা চালালেন গুলি
গুলির খোলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 11:28 PM

নরেন্দ্রপুর: ভর সন্ধ্যায় চলল গুলি। ভরা বাজারে সন্ধ্যাবেলা এই গুলি চালনার ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্ত পার্ক দাসপাড়ায়। রোল-চাউমিনের দোকানে খেতে এসে এক ব্যক্তি গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাস্তার দিকে গুলি চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। যদিও সেই গুলিতে কেউ আহত হননি। কিন্তু ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবল ভক্ত নামের এক ব্যক্তি দাসপাড়ায় একটি রোলের দোকানে সন্ধ্যাবেলা খেতে এসেছিলেন। ওই রোলের দোকানি জানিয়েছেন, তিনি চারটি এগরোলের অর্ডার দিয়েছিলেন। এর পর হঠাৎই রাস্তার দিকে লক্ষ্য করে গুলি চালান। প্রচণ্ড শব্দে হকচকিয়ে যান সেখানে উপস্থিতরা। সুবলের মুরগির মাংসের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি কেন গুলি চালালেন সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি।

এই ঘটনা নিয়ে ওই রোলের দোকানের মালিক বলেছেন, “উনি প্রায়শই খেতে আসেন। যদিও আমি ওনার নাম জানি না। আজও এসে রোল বানাতে বলল। তার পরই খুব জোরে শব্দ শুনলাম। তার পরই হইচই পড়ে গেল। পার্টি অফিসের লোকেরা এসে নিয়ে গেল। পরে পুলিশ এসেছিল। সবাই বলছে ২টো গুলি চালিয়েছে। আমাদের সঙ্গে কখনও ঝামেলা অশান্তি হয়নি।” কয়েকদিন আগেই পাশেই গোপালনগর এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর ফের এই ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।