Mathurapur: নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার TMC কর্মী

Mathurapur: শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে। কিন্তু কেন এই ঘটনা? এলাকা সূত্রে জানা গিয়েছে, জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই নিত্য পাইক ও পাঁচুগোপাল পাইকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।

Mathurapur: নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার TMC কর্মী
মথুরাপুরে ঘটনার মুহূর্তের ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2025 | 7:42 PM

দক্ষিণ ২৪ পরগনা: মহিলাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত এক তৃণমূল কর্মী। আর যিনি আক্রান্ত, তিনি বিজেপি কর্মী!  ছাদ থেকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর সেই ভিডিয়ো সামনে এনেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর তাই নিয়ে তুঙ্গে রাজনীতি। নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের।

শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে। কিন্তু কেন এই ঘটনা? এলাকা সূত্রে জানা গিয়েছে, জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই নিত্য পাইক ও পাঁচুগোপাল পাইকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। নিত্য পাইকের ছেলেরা বাড়ির কাজ করছিলেন। সে সময়ে পাঁচুগোপাল পাইকের মেয়ে মঙ্গলা বাধা দেন। তাই নিয়ে শুক্রবার সকাল থেকে দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, নিত্য পাইকের ছেলে তন্ময় ও কালুসোনা মঙ্গলাকে ছাদের ওপর থেকে নীচে ফেলে দেয়। সেই ঘটনার মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে,  আক্রান্ত ও আক্রমণকারী আত্মীয়। কিন্তু বিষয়টি নিয়ে তুঙ্গে রাজনীতি। বিজেপি নেতা পলাশ রানা বলেন, “ওই মহিলার আদালত থেকে ১৪৪ আনার পরও তৃণমূলের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘর তৈরি করল। তারপর ওই মহিলাকেই ছাদ থেকে ঠেলে ফেলে দিল। বিজেপির তরফে এর বিরুদ্ধে কঠোর ভাবে প্রতিবাদ করা হবে।”

অন্যদিকে, মথুরাপুরের  তৃণমূল সাংসদ বাপি হালদার বলেন, “বিজেপি কোনও একটা ইস্যু পেলেই রাজনীতি ঢোকাতে চায়। দুই ভাইয়ের ঝামেলা বাড়ি নিয়ে। আবাস যোজনার ঘর। সেটাতে ঝামেলা। তাতে রাজনীতি ঢোকানোর কোনও প্রশ্নই নেই।”