Baruipur: বারুইপুরে মাটির তলায় কোন ‘সোনা’র খোঁজ করছে ONGC! খুঁড়ে ফেলা হয়েছে ১০০ একর জমি, তবে কি…
Baruipur: ওএনজিসি-র এক সুপারভাইজারকে প্রশ্ন করে জানা গেল, ওই এলাকায় ইতিমধ্যেই ওএনজিসি-র আধিকারিকদের থাকার জন্য ঘর, কনফারেন্স রুম সবই নির্মাণ করা হয়েছে।

বারুইপুর: ১০০ এলাকা জুড়ে মাটি খোঁড়া হয়ে গিয়েছে। খনন করার জন্য আনা হয়েছে বড় বড় নেশিন। তৎপরতার সঙ্গে চলছে কাজ। শতাধিক শ্রমিক দিন-রাত কাজ করছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একটি এলাকায়। ফাঁকা মাঠে কী এমন কাজ চলছে, তা দূর থেকে দেখে বোঝা উপায় নেই। তবে খোঁজ করতেই জানা গেল, ওই এলাকায় কাজ করছে ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)।
সূত্রের খবর, ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস। এমনটা অনুমান করেই এই খননকাজ চালাচ্ছে ওএনসিজি। পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করেছে ওএনজিসি। রাস্তা তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
ওএনজিসি-র এক সুপারভাইজারকে প্রশ্ন করে জানা গেল, ওই এলাকায় ইতিমধ্যেই ওএনজিসি-র আধিকারিকদের থাকার জন্য ঘর, কনফারেন্স রুম সবই নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে, পরে সেটা বাড়িয়ে ১০০০ একর করা হবে বলেও জানা যাচ্ছে। তবে ঠিক কী পাওয়া যাবে ওই জমিতে, তা বলতে পারেননি ওই সুপারভাইজার। এই প্রকল্প সফল হলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে বলেই আশা করছেন গ্রামবাসীরা।
বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা ৩ বছরের জন্য বিঘা প্রতি ২ লক্ষ টাকা করে পাবেন। বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার জানান, যদি ওই এলাকায় খনিজ সম্পদ পাওয়া যায়, তাহলে প্রচুর কর্মসংস্থান হবে।
