BJP Agitation: বিজেপির মিছিল আটকাল পুলিশ, ‘লাঠিচার্জ করে কোনও পুলিশ বাঁচতে পারেনি’, গর্জে উঠলেন সুকান্ত

BJP Agitation: বিজেপির অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়েছে। সুকান্তর দাবি, পুলিশের লাঠিচার্জে তাঁদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন।

BJP Agitation: বিজেপির মিছিল আটকাল পুলিশ, ‘লাঠিচার্জ করে কোনও পুলিশ বাঁচতে পারেনি’, গর্জে উঠলেন সুকান্ত
ধুন্ধুমার কাণ্ড বালুরঘাটে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 20, 2025 | 9:28 AM

বালুরঘাট: নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে তপ্ত বালুরঘাট। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল আটকাল পুুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ভেঙে ফেলা হয় ব্যারিকেড। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ক্ষোভে ফেটে পড়েছেন সুকান্ত নিজেও। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এখানে লাঠিচার্জ করে কোনও পুলিশ বাঁচতে পারেনি। আগামীদিনেও বাঁচতে পারবে না। সব জায়গায় ব্যারিকেড করে রাখবে, বিজেপির লোকজনের বিক্ষোভ কর্মসূচি করতে দেবে না। এটা কী ধরনের মানসিকতা।”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে এদিন বালুরঘাটে এসডিও অফিস অভিযানের ডাক দেয় বিজেপি। শুরু থেকেই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়েছে। সুকান্তর দাবি, পুলিশের লাঠিচার্জে তাঁদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। 

সুকান্তর সাফ কথা, “এই ধরনের অসভ্যতা বন্ধ করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছিলাম। পুলিশ উস্কানি দিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে। কিন্তু পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা উগ্র হয়ে উঠেছে। নাহলে আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের উপর কেউ আক্রোশ দেখায়নি।”