Sundarban Royal Bengal Tiger: সুন্দরবনে আজ রয়্যাল দর্শন, পর্যটকের তোলা ভিডিয়ো মন কাড়ল নেটিজেনদের
সুন্দরবনে রয়্যাল দর্শন

Sundarban Royal Bengal Tiger: সুন্দরবনে আজ রয়্যাল দর্শন, পর্যটকের তোলা ভিডিয়ো মন কাড়ল নেটিজেনদের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 30, 2022 | 2:20 PM

Sundarban Royal Bengal Tiger:

দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরসুমে অনেকেই ভিড় জমাচ্ছেন সুন্দরবনে।  নৌকা ভ্রমণ, পিকনিক তো বটেই, প্রধান কারণ রয়্যাল দর্শন। এই মরসুমে শেষ কয়েকদিনে কয়েকশো দল গিয়েছে সুন্দরবনে। কিন্তু কাউকেই তিনি দর্শন দেননি। দর্শন দিলেন তো বটে, একেবারে ‘শাহি’ মেজাজে। যাকে বলে রয়্যাল দর্শন। পৌষ মাসের মেঘলা সকালে নদীর চরে হেঁটে বেরাচ্ছেন তিনি। আর তাঁকে ঘিরে মনুষ্যকূলের উন্মাদনা।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জের ঝিলা ১ নম্বর জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে। নদিয়ার ভাগ্যবান সেই পর্যটক দল তখন বোটে। মাছ ভাজা খাচ্ছেন, ছবি তুলছেন,  কিন্তু বোটে একেবারে পিতপতন নিঃস্তব্ধতা। আচমকাই একজনের মোবাইলের ক্যামেরায় ধরা দিলেন রয়্যাল মশাই। বাকিদের চোখ ঘুরল সেদিকেই। রয়্যাল বেঙ্গল টাইগার তখন গা এলিয়ে হেঁটে চলেছেন নদীর চরে।

উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি পর্যটকরা। এদিন যেন নদিয়ার ওই পর্যটক দলের শিকে ছিঁড়ল। অনেকক্ষণ ধরেই বাঘটি নদীর চরে ছিল।  পর্যটকরাও ক্যামেরাবন্দি করেন সেই দুর্লভ দৃশ্যের। সে সময় নদীতে আর যেকটি বোট ছিল, বোধহয় সেই পর্যটকরাও বাঘের দেখা পেয়েছেন। বলাই বাহুল্য সুন্দরবন ভ্রমণ স্বার্থক হল এই দলের।

Published on: Dec 30, 2022 02:20 PM