SIR আবহে CAA ক্যাম্প খুলে তোলা হচ্ছে টাকা, অভিযোগ ঘিরে শোরগোল বাসন্তীতে
এসআইআরের আবহে বিভিন্ন জায়গায় সিএএ-র জন্য আবেদন বাড়ছে। আর এই CAA ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। বাসন্তীর উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএএ-র জন্য ফর্ম পূরণ। অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা কারও কাছ থেকে হাজার, কারও থেকে বারোশো টাকা নিচ্ছেন। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের ভয় দেখানো হচ্ছে। তবে ক্যাম্পের কর্মীদের দাবি, কোনও অনৈতিক কাজ করা হচ্ছে না ক্য়াম্প থেকে।
এসআইআরের আবহে বিভিন্ন জায়গায় সিএএ-র জন্য আবেদন বাড়ছে। আর এই CAA ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। বাসন্তীর উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএএ-র জন্য ফর্ম পূরণ। অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা কারও কাছ থেকে হাজার, কারও থেকে বারোশো টাকা নিচ্ছেন। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের ভয় দেখানো হচ্ছে। তবে ক্যাম্পের কর্মীদের দাবি, কোনও অনৈতিক কাজ করা হচ্ছে না ক্য়াম্প থেকে।
Published on: Nov 15, 2025 02:34 PM