Saokat Molla: ‘আব্বাস-নওসাদের মদতেই এটা হয়েছে’, ‘চোর চোর’ স্লোগান শুনে সাংবাদিকদের ডেকে ক্ষোভ উগরালেন সওকত
Saokat Molla: সওকত বলেন, " আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে।"
দক্ষিণ ২৪ পরগনা: ফুরফুরা শরিফে পা রাখতেই ‘চোর চোর’ শ্লোগান তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla)। প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করলেন সওকত মোল্লা। সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “ফুরফুরা শরীফ মুসলিমদের অন্যতম পবিত্র তীর্থস্থান। সেখানে সাধারণ মুসলমানরা যান সর্বশক্তিমান ইশ্বরের কাছে আশীর্বাদ নিতে। সেখানে কোনও রাজনৈতিক কার্যক্রম চলে না। অথচ একজন রাজনৈতিক নেতা হিসাবে আমাকে হেনস্থা করা হল। এর তীব্র প্রতিবাদ করছি আমি।” ভাঙরের দায়িত্ব পাওয়ার পর রবিবার রাতে ফুরফুরা শরিফে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। অভিযোগ তিনি যখন ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে ফুরফুরা মাজার শরিফ এলাকায় ঘুরছিলেন, তখন একদল লোক তাঁকে দেখে চোর চোর বলে চেঁচিয়ে ওঠেন। হঠাৎ কেন ফুরফুরা শরিফে আগমন তৃণমূল বিধায়কের, সে প্রশ্নও তোলেন তাঁরা। এই ঘটনায় মর্মাহত বিধায়ক সওকত মোল্লা।
সওকত বলেন, ” আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে।” সওকতের আরও সংযোজন, “অন্য ধর্ম গুরুদের আমি বলব কেন এমনটা হল তা দেখার জন্য।”
আইএসএফের শক্ত ঘাঁটি ভাঙড়। নওসাদ সিদ্দিকির গ্রেফতারির পর থেকে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি তপ্ত হয়ে রয়েছে। সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষণা পর থেকেই সংখ্যালঘু এলাকাগুলির স্ট্র্যাটেজি নির্ধারণে কাঁটাছেড়া শুরু করেছে শাসকদল। এই সবকটি ফ্যাক্টরই একে অপরের সঙ্গে ভীষণভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত। সংখ্যালঘু এলাকা ভাঙড়ে তৃণমূলের হাল ফেরাতে সেখানে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় সওকত মোল্লার ওপর। গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে, পরস্পরবিরোধী দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠকেও বসেন সওকত। ফুরফুরা শরিফে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়ে রীতিমতো ক্ষুব্ধ সওকত।