Durga Puja 2021: সমাজের ‘অবহেলিত’ মানুষদের নিয়ে অন্য পুজোর গল্প তৈরি করল ভাঙড়ের লাঙ্গলবেঁকী সর্বজনীন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2021 | 5:09 PM

South 24 Pargana: এবার ভাঙড়ের লাঙ্গলবেঁকী সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাত ধরে লেখা হল ব্যতিক্রমের নতুন পাতা। তাঁদের হাত ধরেই ঘরে এল মহামায়া ।

Durga Puja 2021: সমাজের অবহেলিত মানুষদের নিয়ে অন্য পুজোর গল্প তৈরি করল ভাঙড়ের লাঙ্গলবেঁকী সর্বজনীন
অন্য পুজোর গল্প (নিজস্ব ছবি)

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সমাজে আজও ওরা অবহেলিত। অথচ জীবনযুদ্ধে তাদের বেঁচে থাকার লড়াই প্রাণপণ। কখনও পরিবারে মুখে সামান্য অন্ন তুলে দেওয়ার , কখনও কঠিন শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে সেই লড়াই। একচিলতে হাসির খোঁজে প্রত্যেক সূর্যদয়ের আগে সপরিবারে স্বপ্ন ফেরি করেন ওরা। এর মাঝে আর পাঁচজনের মত রঙিন হয়ে ওঠে না তাঁদের উৎসবের দিনগুলি। কারণ তাঁরা ব্রাত্যই থেকে যান বারবার।

তবে এবার দক্ষিণ ২৪ পরগণা (South 24 pargana) জেলার ভাঙড়ের লাঙ্গলবেঁকী সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাত ধরে লেখা হল ব্যতিক্রমের নতুন পাতা। তাঁদের হাত ধরেই ঘরে এল মহামায়া (Durga Idol)।

মহা পঞ্চমীতে লাঙ্গলবেঁকী বারোয়ারী তলার ৭৫ তম দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বেনি খাতুন (Beni Khatun), সন্ধ্যা রায় (Sandha Ray),পারুল মণ্ডল (parul Mondal), নন্দ মণ্ডলরা (Nanda Mondal)। পেশায় তারতা কেউ একশোদিনের কর্মী, কেউ সামান্য পরিচারিকার কাজ করেন, কেউ আবার সকাল বিকাল পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন অক্লেশে।

অনেকেই আবার বিশেষ ভাবে সক্ষম। মনের অদম্য ইচ্ছা, সামনে বাস্তবের কঠিন ময়দান! তবু হাল না ছাড়ার মানসিকতায় প্রতিজ্ঞাবদ্ধ তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর থানার ওসি প্রদীপ পাল, সমাজসেবী অদেদালি শেখ, বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত ঘোষ সহ অনান্যরা।

সমাজের এই জীবন যোদ্ধাদের মধ্যে বেনি খাতুন শানপুকুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরহাট গ্রামের বাসিন্দা। বিশেষ ভাবে সক্ষম। প্রত্যেকদিনই অভাবের সংসার চালাতে লড়াই করছেন হুইলচেয়ারে বসেই। দিন মজুরের কাজ করে বেনি।

এদিকে, সাংসার চালাতে বাধ্য হয়েই সকাল সকাল ভাঙড়ের পোলেরহাট শোনপুর পাকাপোল সহ একাধিক বাজারে (Market) দোকানে দোকানে গিয়ে হাত পাতেন সন্ধ্যা রায় (Sandha Roy)। সংসারের হাল ধরতে স্বামীহারা পারুল মণ্ডল ভাঙড়ের এই মফস্বল এলাকা ছেড়ে সূদুর কলকাতায় (Kolkata) যান পরিচারিকার কাজ করতে। স্বামী সন্তানহীন নন্দ মণ্ডলের নিজের সংসার চালাতে ভরসা একশো দিনের কাজ। এঁরা প্রতেকদিনই স্বতন্ত্র ক্ষেত্রে লড়াই করে চলেছে জীবন যাপনের জন্য। আনন্দমুখর বাংলায় অনান্যদের সঙ্গে তারাও মেতে উঠতে চান। তাই সেই কথায় মাথায় রেখে লাঙ্গলবেঁকী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাঁদেরকে বিশেষ ভাবে সম্মান দিলেন।

নতুন বস্ত্র দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করালেন তাঁদেরই হাত দিয়ে। এমন সম্মান পেয়ে খুশি বেনি, সন্ধ্যা, পারুলরা। একদিকে হাই প্রোফাইল সেলেবদের দিয়ে সকলে যখন পূজার উদ্বোধন বা অনুষ্ঠানে ব্যস্ত ঠিক সেই সময় তুলনামূলক ভাবে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলির মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান পূজা কমিটির সত্যজিৎ, কল্যাণ, রামকৃষ্ণ, পুরান, সুকুমাররা।

আরও পড়ুন: COVID 19: দেশের মাত্র ৬ শতাংশ মানুষই শারীরিক দূরত্ববিধি মানতে দেখছেন, ‘প্যান্ডেল হপিং’ করুন সাবধানে…

Next Article