South 24 Parganas Accident: মাঝ রাস্তায় দুই ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা
South 24 Parganas Accident: জানা গিয়েছে, সাদ্দামের একটি মাটি কাটার জেসিবি মেশিন ছিল। ভরত সেই জেসিবিটি চালাত। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই দু'জন একটি বাইকে পাখিরালা থেকে চণ্ডির মোড়ের দিকে যাচ্ছিল।
দক্ষিণ ২৪ পরগনা: মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যবসায়ী ও তাঁর বন্ধু। দৃশ্যত বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র। পরিবারের তরফে থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। মৃত দুই ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসেন শেখ (৩৩) ও ভরত দাস(৩২)। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে গোসাবা থানার পাখিরালা এলাকায়। সাদ্দামের বাড়ি গোসাবা থানার চণ্ডী মোড় এলাকায়। ভরত দাসের বাড়ির উত্তর ২৪ পরগনায়।
জানা গিয়েছে, সাদ্দামের একটি মাটি কাটার জেসিবি মেশিন ছিল। ভরত সেই জেসিবিটি চালাত। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই দু’জন একটি বাইকে পাখিরালা থেকে চণ্ডির মোড়ের দিকে যাচ্ছিল। সেখানেই হয়তো কোনও দুর্ঘটনা ঘটে। ওই এলাকা থেকেই রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়।
স্থানীয়রাই ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে। দু’জনকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি ঠিক কীভাবে এমন দুর্ঘটনা ঘটেছে. সে বিষয়ে তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। খুন করা হয়েছে দুজনকে।
কেন খুন করা হয়ে থাকতে পারে, কাদের সঙ্গে শত্রুতা ছিল দুই যুবকের, তা স্পষ্ট করে বলতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা। আদৌ দুর্ঘটনায় মৃত্যু কিনা, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের হাতে পাওয়ার পরই। আপাতত তারই অপেক্ষা করছে পুলিশ।