South 24 Parganas: বাড়িতে ঢুকে তৃণমূলের মহিলা কর্মীকে ‘মার’, বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়ে
South 24 Parganas: অভিযোগ রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা গালিগালাজ করতে থাকে। তারই প্রতিবাদ করেন তৃণমূলের মহিলা কর্মী কবিতা মণ্ডল। অভিযোগ, বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলা কর্মীকে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকরা।
দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল মহিলা সমর্থককে মারধরের অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত মহিলার মেয়েও। অভিযোগের তির বিজেপির দিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। কুলতলির বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ নম্বর বুথের ঘটনা। আহত মা ও মেয়ে।
অভিযোগ রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা গালিগালাজ করতে থাকে। তারই প্রতিবাদ করেন তৃণমূলের মহিলা কর্মী কবিতা মণ্ডল। অভিযোগ, বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলা কর্মীকে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকরা।
মাকে মারধোর করছে দেখে বাঁচাতে আসেন মেয়ে। অভিযোগ, তিনিও হামলার মুখে পড়েন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’জন আহত হন। স্থানীয় বাসিন্দারা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে রবিবার রাতে কুলতলির জামতলার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মা ও মেয়ে।
এই ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন আহত কবিতা। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।আর এই হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ।পারিবারিক ঝামেলাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে ।