
ডায়মন্ড হারবার: বাড়ির সামনে কুকুর মুখে করে এনে ফেলেছিল দেহটা। একটা ছোট্ট শরীর। তাতে পচন ধরেছে। মুণ্ড নেই। শিউরে উঠেছিলেন স্থানীয়রা। কিন্তু তার থেকেই বেশি কেঁপে উঠেছিল বুকটা। এমনটাও কীভাবে করতে পারে বাবা-মা। সদ্যোজাত কন্যাসন্তানের মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবারে (Diamond Harbour) উত্তর হাজিপুর এলাকায়।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ উত্তর হাজিপুরের টোলট্যাক্স এলাকার রাস্তার পাশে
কুকুর একটা কিছু এনে ফেলে। প্রথমটায় বিশেষ বুঝতে পারেননি তাঁরা। কাছে গিয়ে দেখেন সেটি একটি সদ্যোজাত শিশুর দেহ। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। তড়িঘড়ি পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল। শিশুটির হাতে হাসপাতালের স্টিকার লাগানো রয়েছে। শিশুটির শরীরে পচন ধরেছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শিশুটিকে খালে ফেলে দেওয়া হয়েছিল। কুকুর সেখান থেকেই মুখে করে দেহ নিয়ে আসে। কন্যা সন্তান হওয়াতেই কোন দম্পতি এই কাজ করতে পারে বলে স্থানীয়দের অনুমান।
আরও পড়ুন: দুটো পয়সার জন্য রোববারও কাজ করতেন, উত্তরাখণ্ডের অভিশপ্ত দিনে নিখোঁজ বাংলার ৩ ছেলে
ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলের পাশেই সেন্ট্রাল আইবি অফিস। ঢিল ছোড়া দূরত্বে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারকদের আবাসন। ঘটনার বীভৎসতায় বাকরুদ্ধ স্থানীয় বাসিন্দারা।