আদালতে হাজিরার আগেই ‘খুন’ জামিনে মুক্ত ‘মার্ডার কেসে’র অপরাধী
Kulpi Murder Case: পুরনো একটি খুনের মামলাকে ঘিরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
দক্ষিণ ২৪ পরগনা: রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ (Murder Case)। পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলপি থানার (Kulpi Police Station) রাজরামঘাট গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত আব্দুল গফফার পুরকাইত (২০)।
পুরনো একটি খুনের মামলাকে ঘিরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত মাস ছয়েক আগে খুন হয়েছিলেন ওই এলাকার বাসিন্দা খোকন মোল্লা। সেই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আব্দুল গফফার পুরকাইত ও রাকিব সর্দার। পলাতক ছিলেন রাজু মোল্লা নামে আরও এক অভিযুক্ত। জামিনের পর বাড়িতে ছিলেন আব্দুল গফফর ও রাকিব।
আরও পড়ুন: মতুয়া ক্ষোভ প্রশমিত করতেই কি ‘মন্ত্রিত্ব-পুরস্কার’? গুঞ্জনের মাঝেই দিল্লিতে তলব শান্তনুকে
বুধবার সেই খুনের মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল আব্দুল গফফারের। তার আগেই সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আব্দুল গাফফারকে রাকিব ও রাজু খুন করেছেন বলে নিহতের পরিবারের অভিযোগ। ভোররাতে রাকিবের বাড়ির কাছ থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।