AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sovandeb Chattopadhyay: সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ বাড়ানো বাহবার কাজ নয়: শোভনদেব

Sovandeb Chattopadhyay: রাজ্যজুড়ে এখন শাসক বিরোধীদের মধ্যে বাক যুদ্ধ চলছে। চর্চার কেন্দ্রবিন্দু সেই আবাস দুর্নীতি। আর সেই অবস্থায় বারুইপুরের উত্তর ভাগে বারইপুর পূর্ব বিধানসভা এলাকার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সম্মেলনে কৃষকদের সম্মান জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Sovandeb Chattopadhyay: সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ বাড়ানো বাহবার কাজ নয়: শোভনদেব
শোভনদেব চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 6:30 AM
Share

বারুইপুর: আবাস দুর্নীতি নিয়ে সরব এবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের একজোট হওয়াকেও কটাক্ষ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

রাজ্যজুড়ে এখন শাসক বিরোধীদের মধ্যে বাক যুদ্ধ চলছে। চর্চার কেন্দ্রবিন্দু সেই আবাস দুর্নীতি। আর সেই অবস্থায় বারুইপুরের উত্তর ভাগে বারইপুর পূর্ব বিধানসভা এলাকার কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সম্মেলনে কৃষকদের সম্মান জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি শনিবার বলেন, ‘সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ তৈরি করে এতে বাহবা পাওয়া যায় না। আর এটা কোনও কৃতিত্বের বিষয় নয় । যিনি এটা করেছেন তিনি অন্যায় করেছেন । গ্রাম পঞ্চায়েতের পদে থেকে যদি কেউ অনৈতিকভাবে অর্থ নিয়ে থাকেন তারা অন্যায় করেছেন। তবে এটাও ঠিক যে এরা আর্থিক দিক থেকে বলিয়ান নয়। অধিকাংশই গরিবরাই পঞ্চায়েতে টিকিট পায় । তাঁরা হয়ত বুঝতে পারেননি । কারণ তাঁর হাত থেকে মানুষ সুবিধা পাবেন। সে পাবেন বলে তো তাঁকে পঞ্চায়েতের সদস্য করা হয়নি। এটা যারা করেছেন তারা সম্পূর্ণ ভুল কাজ করেছেন ।”

সেইসঙ্গে অমিত রাজ্যে আসা প্রসঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী,সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষদের যে ঐক্যর চিত্র দেখা যাচ্ছে সেই সম্পর্কে তিনি কটাক্ষ করে বলেন, “সকাল বিকালে ওনারা তো ঝগড়াই করেছে । এখন অমিত শাহ এসেছেন এবং কান মলে দিয়েছেন । কাল-পরশু ওরা আবার ভুলে যাবেন ।ততক্ষণে কানের ব্যথাও চলে যাবে । আবার নিজেরা নিজেদের সঙ্গে লেগে যাবে ।”

শনিবারের সভামঞ্চ থেকে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার সাড়ে সাতশ কৃষককে সম্মান জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার সহ অন্যান্যরা।