Aliah University: আলিয়ার ছাত্র মৃত্যুতে চাঞ্চল্য! ঘর থেকে উদ্ধার স্নাতোকত্তর অন্তিম বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ
Aliah University: মঙ্গলবার সকালে সাইদুরের নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বন্ধু থেকে পরিবার মহলে।
ভাঙড়: আলিয়া বিশ্ববিদ্যালয়ের(Aliah University) ছাত্র মৃত্যুতে চাঞ্চল্য। মৃতের নাম সাইদুর রহমান। আত্মহত্যা (Suicide) বলে প্রাথমিক অনুমান। তাঁর বাড়ি ভাঙড়ের বৈরামপুর গ্রামে। সাইদুর আলিয়ার নিউটাউন ক্যাম্পাসে বায়োলজি নিয়ে পড়াশোনা করছিলেন বলে জানা গিয়েছে। এবারেই তাঁর স্নাতকোত্তরের পাঠ শেষ হওয়ার কথা ছিল। দিয়েছিলেন পরীক্ষাও। কিন্তু তারমধ্যেই এ ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া নেমেছে বন্ধু থেকে পরিবার মহলে। মঙ্গলবার সকালে সাইদুরের নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এদিকে সাইদুরের সহপাঠীদের দাবি, কলেজ প্রজেক্টের চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। যদিও মৃতের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। এমনকী পরিবারের সদস্যরাও এ নিয়ে কোনও কথা বলতে নারাজ। থানাতেও কোনও অভিযোগ দায়ের হয়নি। আর সে কারণেই মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা।