AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: হঠাৎ অসুস্থ সায়নী, মাঝপথেই বন্ধ প্রচার, ঠিক কী ঘটল

Saayoni Ghosh: প্রচার বন্ধ করেই বাড়ি ফিরে যান তিনি। বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে চলছিল প্রচার। এরপরই অসুস্থবোধ করেন তিনি।

Saayoni Ghosh: হঠাৎ অসুস্থ সায়নী, মাঝপথেই বন্ধ প্রচার, ঠিক কী ঘটল
সায়নী ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2024 | 4:50 PM

ভাঙড়: আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে যাদবপুরে। তার আগে পুরোদমে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় আজ বৃহস্পতিবার প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রচার চলছিল সকাল থেকে। গাড়ির কাছে এসে প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন এলাকার মানুষজন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়নী। এদিন একটি হুড খোলা গাড়িতে চেপে সায়নী যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অসুস্থ হওয়ার পর সায়নীকে গাড়ি থেকে নামানো হয়।

প্রচার বন্ধ করেই বাড়ি ফিরে যান তিনি। বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে চলছিল প্রচার। হঠাৎ সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামানো হয়। তারপর বেশ কিছুক্ষণ গাড়ি থেকে নেমে বিশ্রাম নেন তিনি। হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়ি করে কিছুক্ষণ প্রচার করেন তিনি। তারপরই হঠাৎ প্রচার বন্ধ করে ফিরে যান সায়নী।

জানা গিয়েছে শওকত মোল্লাও এদিন অসুস্থ হয়ে পড়েন। তিনিও প্রচার ছেড়ে চলে যান। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন প্রবল গরমেই এদিন প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা নামলেও আবার গরম বাড়তে শুরু করেছে। পারদ চড়ছে তাপমাত্রার। ফলে অস্বস্তিও বাড়তে শুরু করেছে। এর আগে সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্য়ে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।