AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Job Cancelled: ২৬ হাজার চাকরিহারার দলে তৃণমূল কাউন্সিলর কুহেলি, কপালে দুশ্চিন্তার ছাপ

Job Cancelled: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। নিয়োগে যে দুর্নীতি হয়েছে, শীর্ষ আদালত সে কথা উল্লেখ করেছে। আর এবার চাকরি গেল খোদ তৃণমূল কাউন্সিলরের।

Job Cancelled: ২৬ হাজার চাকরিহারার দলে তৃণমূল কাউন্সিলর কুহেলি, কপালে দুশ্চিন্তার ছাপ
কাউন্সিলর কুহেলি ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 5:59 PM
Share

সোনারপুর: কোনও জেলায় ৯০০, কোনও জেলায় হাজার খানেক শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। স্কুলে স্কুলে চিন্তায় পড়ে গিয়েছেন শিক্ষক থেকে পড়ুয়ারা। চাকরিহারা শিক্ষকদের রাতের ঘুম উড়েছে। আর সেই তালিকাতেই রয়েছেন তৃণমূল কাউন্সিলরও। ২৫ হাজার ৭৫২ জন চাকরিহারার তালিকায় রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। এরপর কী পদক্ষেপ করবেন, বুঝতে পারছেন না তিনি।

মূলত র‍্যাঙ্ক জাম্প, সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পাওয়ায় অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। কারা সেই বেনিয়মে চাকরি পেয়েছেন, কারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন, সেই দুই তালিকা এসএসসি পৃথক করতে পারেনি, তাই পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিরোধীরা নতুন করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন, তারই মধ্যে খোদ তৃণমূলেরই নেত্রীর নাম চাকরিহারাদের তালিকায়। তবে, কুহেলি ঘোষের অভিযোগ, তিনি যোগ্যতা প্রমাণ করেই চাকরি পেয়েছেন।

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১৬ সালের এসএসসি-র প্যানেলে হাইস্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। হাইকোর্টের রায় বেরনোর পর বাতিল চাকরির তালিকায় নাম ছিল তৃণমূল কাউন্সিলরের। পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় চাকরি বহাল থাকে। তবে এবার সুপ্রিম রায়ে পুরো প্যানেল বাতিল হওয়ার দুশ্চিন্তায় কুহেলি।

তিনি বলেন, “আমি শাসক দল করতে পারি। তবে আমার শিক্ষাগত যোগ্যতা দেখুন। স্কুলে আমার ইয়ারে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। কলেজে দ্বিতীয় হয়েছিলাম আমি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি, বিএড করেছি, ডিএলএড করেছি। যোগ্যতা নিয়েই আমি চাকরি পেয়েছি।”

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, কেউ যদি চাকরি করতে করতে ২০২৬-র প্যানেলে চাকরি পেয়ে থাকেন, তাহলে তিনি পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন। এ ক্ষেত্রে কুহেলিও প্রাথমিকের চাকরিতে ফিরে যেতে পারেন, তবে কী প্রক্রিয়ায় ফিরে যেতে হবে, তা এখনও স্পষ্ট নয় তাঁর কাছে। আইন অনুযায়ী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন কুহেলি।