Shawkat on Naushad: ‘বাপের বেটা হলে..’, ভোটের দামাম বাজতেই নওশাদকে কোন চ্যালেঞ্জ করলেন শওকত?
Shawkat on Naushad: শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোটা ভাঙড় জুড়ে রোড লাইটের উদ্বোধন করতে দেখা যায় শওকতকে। একযোগে ভাঙড়ের শোনপুর, কাশিপুর, কাঁঠালিয়া, পাকাপোল সহ একাধিক জায়গায় রোড লাইটের উদ্বোধন করেন তিনি।

ভাঙড়: ‘যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে ২০২৬ সালের বিধানসভা ভোটে ভাঙড়ের ভূমিপুত্রকে প্রার্থী করো।’ নওশাদ সিদ্দিকীকে এ ভাষাচেই হুশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। একইসঙ্গে শওকতের দাবি, আসন্ন ভোটে ভাঙড় থেকে এক লক্ষর বেশি ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। সরকারি স্ট্রিট লাইটের উদ্বোধনে এসে এভাবেই ভাঙড়ে বিধানসভা ভোটের দামামা বাজালেন শওকত।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোটা ভাঙড় জুড়ে রোড লাইটের উদ্বোধন করতে দেখা যায় শওকতকে। একযোগে ভাঙড়ের শোনপুর, কাশিপুর, কাঁঠালিয়া, পাকাপোল সহ একাধিক জায়গায় রোড লাইটের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সাতুলিয়াতে সোলার আরএলআই সিস্টেমের উদ্বোধনও করেন ভাঙড়ের পর্যবেক্ষক। কৃষকদের সেচের জলের অসুবিধার কথা মাথায় রেখে ভাঙড়ের সাতুলিয়া ১, সাতুলিয়া ২, শানপুকুর অঞ্চল-সহ বেশ কয়েকটি জায়গায় এই উন্নত প্রযুক্তি সেচ ব্যবস্থার সূচনা করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধু ভাঙড় থেকেই এক লক্ষের বেশি ভোটের লিড পাবে তৃণমূল। একইসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও হুগলতি পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। সুর বেশ খানিকটা চড়িয়েই বলেন, “ওকে যদি ল্যাজে গোবরে না করে দিতে পারি তাহলে আমি বাপের বেটা নই।”
তবে শুধু রাজনৈতিক রণহুঙ্কার নয়, কাজের প্রতিশ্রুতিও শোনা গেল শওকতের মুখে। বিধানসভা ভোটের আগে গোটা ভাঙড়ে সর্বত্রই লাইটের ব্যবস্থা করা হবে বলে জানান শওকত। যদি কথা মতো কাজ করতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যায় তাঁকে।
