Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla : শওকত মোল্লাকে ‘খুনের হুমকি’, থানায় অভিযোগ দায়ের

Saokat Molla : জেল মুক্তির পর ১১ মার্চ ভাঙড়ে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্ম-সমর্থকেরা তাঁর বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করেছেন।

Saokat Molla : শওকত মোল্লাকে 'খুনের হুমকি', থানায় অভিযোগ দায়ের
থানায় গেলেন শওকত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 1:20 PM

ভাঙড় : কয়েকদিন আগে ফুরফুরার এক পীরজাদাকে খুনের (Murder) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Trinamool MLA Saokat Molla) বিরুদ্ধে। থানাতে দায়ের হয়েছিল অভিযোগ। এবার সেই শওকতই বলছেন তাঁকে দেওয়া হয়েছে খুনের হুমকি। কাঠগড়ায় আইএসএফ। কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের শওকতের। শুক্রবার রাতেই গিয়েছিলেন থানায়। বস্তা বন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনজনের নামে দায়ের হয়েছে অভিযোগ। সূত্রের খবর, তিনজনেরই বাড়ি কাশিপুর থানা এলাকায়।

জেল মুক্তির পর ১১ মার্চ ভাঙড়ে আসেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় আইএসএফের কিছু কর্ম-সমর্থকেরা তাঁর বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করেছেন। পাশাপাশি তাঁকে বস্তাবন্দি করে ভাঙড়ের খালে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শওকতের অভিযোগ, নওশাদের প্রত্যক্ষ মদতে আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশে যে অভিযোগ দায়ের করেছেন শওকত তাতে লিখছেন, ‘আমি একটি ভিডিয়ো ফুটেজে দেখলাম কয়েকজন আইএসএফ কর্মী প্রেসের সামনে বাইট দিতে গিয়ে বলছে, শওকত মোল্লা ভাঙড়ে এলে তাঁকে বস্তাবন্দি করে ঘটকপুকুরের খালে ফেলা হবে। আমার মনে হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্ররোচনাতেই প্রকাশ্যে এ ধরনের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি যে কোনও সময় এদের হাতে খুন হওয়ার আশঙ্কা বোধ করছি। আমার আবেদন এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ 

বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন তাঁর বক্তব্য আমি মিডিয়ার মাধ্যমে শুনলাম। তবে আইএসএফ এই ধরবনের কোনও কাজের সঙ্গে যুক্ত নয়। উপযুক্ত তদন্ত হওয়া উচিত।”