Panchayat Polls: বিষ্ণুপুরে তৃণমূলের বিজয় মিছিলে বচসা, ঠেলাঠেলিতে মৃত্যু মহিলার

Panchayat Polls: যদিও ঠিক কে বা কারা তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সে বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি তাঁর পরিবারের সদস্যরা।

Panchayat Polls: বিষ্ণুপুরে তৃণমূলের বিজয় মিছিলে বচসা, ঠেলাঠেলিতে মৃত্যু মহিলার
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 7:24 PM

বিষ্ণুপুর: ভোট মিটলেও কিছুতেই থামছে না হিংসা। এবার তৃণমূলের (Trinamool Congress) বিজয় মিছিল চলাকালীন মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিষ্ণুপুরের দক্ষিণ গৌরীপুরে। সূত্রের খবর, বৃহস্পতিবার এই এলাকায় তৃণমূলের তরফে একটি বিজয় মিছিলের আয়োজন হয়। মিছিলে ছিলেন এলাকার বাসিন্দা পঞ্চানন রুইদাস ও তাঁর ভাইপো প্রশান্ত রুইদাস। মিছিলের মধ্যে আচমকা দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায় বলে খবর। খানিক পরেই শুরু হয় হাতাহাতি। এদিকে সেই সময় ছেলেকে ডাকতে মিছিলে আসেন প্রশান্তর মা অলোকা রুইদাস (৪৯)। সেখানেই কেউ তাঁকে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। তাতেই গুরুতরভাবে আহত হন অলোকা দেবী। হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। চিকৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া গোটা পরিবারে। 

যদিও ঠিক কে বা কারা তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সে বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি তাঁর পরিবারের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে তাঁর মেয়ে বলেন, “আমার বাড়ির বড়রা নেই, তাই বিশেষ কিছু বলতে পারব না। শুনেছি পাড়ার লোকেদের সঙ্গে ঝামেলা হচ্ছিল তখনই ধাক্কাধাক্কিতে পড়ে গিয়েছে। আমি এখন ওদের নাম বলতে পারব না।”

আর এক আত্মীয় ঝুমা রুইদাস বলেন, “পারিবারিক সমস্যা বলে শুনেছি। নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছিল। এর থেকে বেশি জানি না। মৃত্যুর খবর শুনে আমরা এখানে আসি।”