দক্ষিণ ২৪ পরগনা: কখনও মিস্টি, কখনও বা লজেন্স, কখনও বা চকোলেটের লোভ দেখিয়ে একাধিকবার পাড়ার দুই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যেত। সেই ডাকে সাড়া দিতেই বিপত্তি। দাদুর বয়সী একজন পৌঢ়ের হাতে দীর্ঘদিন ধরে যৌন লালসার শিকার দুই নাবালিকা। পরে ঘটনার বিষয় জানাজানি হতেই পুলিশ গ্রেফতার করেছে তাকে।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ঘটনা। ধৃতের নাম অজয় মণ্ডল। বয়স ছেচল্লিশের আশেপাশে। অজয়বাবু পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্বামীর কুকীর্তির কথা জানতে পেরে দীর্ঘদিন আগেই বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। তখন থেকেই একা থাকতে শুরু করে অজয়। কিন্তু এত সবের পরও বদলায়নি কিছুই। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দুই নাবালিকাকে খাবারের টোপ দিয়ে দুপুর ও বিকেলে বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালাত অজয়। এরপর শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় তারা। এরপর শুক্রবার বিকেলেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। অজয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার হয় অজয়।
পুলিশ জানিয়েছে, ধৃত অজয় মণ্ডলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু হয়েছে। উপযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।
এক নাবালিকার মা জানান, “বাচ্চারা খেলা করছিল, এবার দাদু হিসাবে যেমন ডাকে সেই মতই ডেকেছিল। ওরা দু’জনই যায়। বিস্কুট দিয়ে শুনছি ওদের সঙ্গে খারাপ কাজ করেছে। ওরা প্রথমে কিছুই বলতে চাইছিল না। পরে সবাই মিলে চেপে ধরতেই পুরোটা বলে। পরে বাকি বাচ্চারাও জানায় যে তাদের সঙ্গেও ওই লোকটি একই ব্যবহার করেছে। এরপরই আমরা পুলিশকে জানাই। তখনই তাকে গ্রেফতার করে পুলিশ।”