Jaynagar Thief: প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির তার ছিঁড়েছিল ২ চোর, তারপর যা হল…
South 24 pargana: প্রমাণ লোপাট করতে মালপত্র সরানোর আগেই বাড়ির সিসিটিভির তার ছিঁড়েছিল তারা। কিন্তু তাও সেই সিসিটিভির ফুটেজই প্রমাণ সমেত ধরিয়ে দিল তাদের একজনকে।
জয়নগর: বাংলা প্রবাদে বলে, অতি চালাকের গলায় দড়ি! যুগ যুগ চলে আসা এই প্রবাদবাক্য যেন আজও একই রকম বাস্তব। জয়নগরে সম্প্রতি এক গৃহস্থের বাড়িতে চৌর্যবৃত্তি করতে গিয়ে ‘চালাকি’র অস্ত্রেও রেহাই পেল না দুইজন। প্রমাণ লোপাট করতে মালপত্র সরানোর আগেই বাড়ির সিসিটিভির তার ছিঁড়েছিল তারা। কিন্তু তাও সেই সিসিটিভির ফুটেজই প্রমাণ সমেত ধরিয়ে দিল তাদের একজনকে। ধৃতের নাম শেখ রাকেশ(২৫) ওরফে বেঁজি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার দ্বিতীয় শাগরেদের খোঁজ চালাচ্ছেন জয়নগর থানার তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অময়কৃষ্ণ প্রামাণিকের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। কয়েকদিন আগে তিনি বাড়িতে তালা দিয়ে ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। তাঁর স্ত্রী ও মেয়ে গিয়েছিলেন বারুইপুরের এক আত্মীয় বাড়িতে। ওইদিন রাতেই তিনি ফিরে দরজার তালা খুলতে গিয়ে দেখেন বাড়ি ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই তাঁর সন্দেহ হয়, অন্য জায়গা থেকে কেউ বা কারা বাড়ির ভিতরে ঢুকে দরজা আটকে দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানান প্রতিবেশীদের। তাঁদের সহযোগিতা নিয়েই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন বাড়ির সমস্ত ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
আলমারির পাল্লা খোলা এবং তাঁর ভিতরের জিনিসপত্রগুলিও ওলট-পালট হয়ে রয়েছে। চুরির বিষয়টি বুঝতে পারার পরেই তিনি খবর দেন স্থানীয় জয়নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি মালিকের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। এরপরেই ধরা পড়ে চোরেদের চালাকি। বাড়ির ভিতর লাগানো একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই পুলিশ দু’জনকে চিহ্নিত করে। ফুটেজে ধরা পড়ে যে চুরির আগে কীভাবে দুই দুষ্কৃতী সিসিটিভির তার ছিঁড়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। পরে তারা জানালা ভেঙে ঘরে ঢুকে লুঠপাট চালায়। গৃহস্থের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ঢোলাহাট এলাকা থেকে রাকেশকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। তাকে জেরা করে বাকি শাগরেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।