West Bengal Panchayat Elections 2023: মধ্যরাতে বাড়িতে ঢুকে তাণ্ডব, ভোট পরবর্তী হিংসা অব্যাহত ঢোলাহাটে
West Bengal Panchayat Elections 2023: অভিযোগ, হালদার চকের ১৩৪ নম্বর বুথে বেছে বেছে সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সিপিএম কর্মী শম্ভু পাইক ও সাম্বো পাইককে।

দক্ষিণ ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধী দলের নেতা, কর্মী সমর্থকরা। ভোটের আগে থেকেই বিরোধীদের উপর সন্ত্রাস চলছিল বলে অভিযোগ। পঞ্চায়েতটি তৃণমূল দখল করে। অভিযোগ, গণনার পর দিন থেকেই অন্ধকার নামলে তৃণমূল আশ্রিত বাইক বাহিনীর হামলার শিকার হচ্ছেন বিরোধী দলের কর্মী সমর্থকরা। রাতের অন্ধকারে বিরোধীদলের কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে তৃণমূলের এই সশস্ত্র বাইক বাহিনী।
বুধবার রাতে হালদার চকের ১৩৪ নম্বর বুথে বেছে বেছে সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সিপিএম কর্মী শম্ভু পাইক ও সাম্বো পাইককে। রক্তাক্ত অবস্থায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁদের বৃদ্ধ বাবা-মা কৃষ্ণ পাইক ও প্রতিমা পাইক। তাঁদেরও চোখে মুখে আঘাত রয়েছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউ।
এই বুথে অল্প সংখ্যক ভোটে সিপিএমের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাটি পারিবারিক বিবাদ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে।
