Bhangar: নওশাদদের পিঠের চামড়া তুলে নেওয়ার নিদান আরাবুলের
Bhangar: আগামীতে যেখানে যেখানে আইএসএফ মিটিং মিছিল করবে, তার দূরে দূরে কাঁচা বাঁশ, লাঠি নিয়ে তৈরি থাকতে হবে বলে তৃণমূল কর্মীদের নিদান আরাবুলের।
ভাঙড়: ফের বেপরোয়া মন্তব্য ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam)। আর উন্নয়ন দিয়ে হবে না, তার বদলে পিঠের চামড়া তুলে নিতে হবে। আইএসএফ প্রসঙ্গে ফের বেলাগাম আরাবুল। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নাম নিয়েই প্রকাশ্যে হুমকি আরাবুলের। আগামীতে যেখানে যেখানে আইএসএফ মিটিং মিছিল করবে, তার দূরে দূরে কাঁচা বাঁশ, লাঠি নিয়ে তৈরি থাকতে হবে বলে তৃণমূল কর্মীদের নিদান আরাবুলের। ভাঙড়ের ঘটকপুকুরে তৃণমূলের এক সভা থেকে আরাবুল ইসলামকে বলতে শোনা যায়, “এদের পিঠের চামড়া তুলে নিতে হবে। তারপর এদের জবাব হবে। ভাঙড়ের মাটিতে উন্নয়ন দিয়ে, পরিষেবা দিয়ে কিছু হবে না। এরা যে ভাষা বোঝে, নওশাদরা যে ভাষা বোঝে, নওশাদের চ্যালারা যে ভাষা বোঝে, সেই ভাষাই ব্যবহার করতে হবে ভাঙড়ে।”
আরাবুল ইসলামের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর সমালোচনা বিভিন্ন মহলে। রাজনৈতির মহলের প্রশ্ন, দলের শীর্ষনেতারা যেখানে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন, সেখানে কীভাবে প্রকাশ্য জনসভায় আরাবুলের মতো নেতারা এমন উস্কানিমূলক কথা বলছেন? প্রশ্ন উঠছে, তা হলে দলের বেঁধে দেওয়া সুর মানতে নারাজ কেউ কেউ? পঞ্চায়েত ভোটের আবহে ফের তাঁতছে ভাঙড়।
আরাবুলের এই মন্তব্য প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “কুকথা বলে, কটূ কথা বলে রাজনীতির শিরোনামে থাকতে চায়। দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে নিজেদের জাহির করতে চায়। বড় দায়িত্ব পেতে চায় এরা। এর আগেও বলেছে হাত কেটে নেবে, কব্জি কেটে নেবে। এখন আরাবুল সাহেব মারার নিদান দিচ্ছেন। আরাবুল সাহেবের তো রেকর্ড আছেই। উনি কলেজের অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন। তাঁর বাড়ির বাগান থেকে বালতি বালতি বোমা উদ্ধার হয়েছে। তাঁর কথাকে সায় দিচ্ছে সওকত সাহেব।”