Baruipur alcohol: মুদি দোকানের আড়ালে রমরমিয়ে মদের ব্যবসা, গ্রেফতার মহিলা
Baruipur: গোপন সূত্রে খবর বারুইপুর থানার পুলিশ পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদসহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে।
বারুইপুর: রমরমিয়ে চলছিল মুদির দোকান। তবে তার আড়ালে এই কান্ড চলত কে বুঝবে। মুদির দোকানের আড়ালেই নাকি চলত বেআইনি মদ বিক্রির কারবার। দীর্ঘদিন ধরেই এ হেন অভিযোগ আসছিল পুলিশের কাছে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার হয় এক গৃহবধূ।
গোপন সূত্রে খবর বারুইপুর থানার পুলিশ পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদসহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুপর্ণা ঘোষ। পিয়ালি এলাকায় বাড়ি তাঁর। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বেআইনি বিদেশী মদ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে হানা দেয় পিয়ালি স্টেশন এলাকায়। সেখানেই মুদি দোকান থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে বেদেশি মদ। যার আনুমানিক বাজার মূল্য লক্ষিধিক টাকা। পুলিশ সুত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পিয়ালী এলাকা থেকে অভিযোগ আসছিল, ওই এলাকায় বেআইনি ভাবে বিদেশি মদ বিক্রি হচ্ছে। এর পরেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই গৃহবধূ কে। প্রাথমিকভাবে অনুমান আগামী দোল উৎসবে বিক্রির জন্যই বিপুল পরিমাণে বিদেশী মদ মজুত করেছিল ওই গৃহবধূ।
উল্লেখ্য,