Biman Banerjee: দুর্ঘটনার কবলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাইলট কার
Joynagar News: এদিন বিকালে জয়নগর-কুলতুলি প্রেস ক্লাবে উদ্বোধন ছিল। সেই উপলক্ষ্যে কৈখালিতে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ রোপণ করতে যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্থানীয় হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর পাইলট কার।
জয়নগর: দুর্ঘটনার কবলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাইলট কার। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচরণের কাছে জয়নগর-বারুইপুর রোডে। ঘটনায় পাইলট কারে (Pilot car) থাকা দুই পুলিশকর্মী আহতও হয়েছেন। তবে স্পিকারের গাড়িতে দুর্ঘটনার আঁচ লাগেনি এবং তিনি (Speaker Biman Banerjee) অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে জয়নগর-কুলতুলি প্রেস ক্লাবে উদ্বোধন ছিল। সেই উপলক্ষ্যে কৈখালিতে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ রোপণ করতে যান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি স্থানীয় হাসপাতালে যান এবং রোগীদের ফল বিতরণ করেন। স্পিকারের সঙ্গে ছিলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। এরপর সেখান থেকে কলকাতা ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে স্পিকারের পাইলট কার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টা নাগাদ জয়নগর-বারুইপুর রোড ধরে কলকাতার দিকে আসছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাইলট কার। জয়নগরের গোচরণের কাছে একটি মোটরবাইক আচমকাই পাইলটের কারের সামনে চলে আসে। সেই সময় ওই মোটরবাইকটি বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার কবলে পড়ে স্পিকারের পাইলট কার। পাইলট কারটি রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। ঘটনায় ওই গাড়ির চালক-সহ ২ পুলিশকর্মী আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। তাঁদেরল স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
পাইলটের কারের পিছনেই নিজের গাড়িতে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি এবং তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন জানিয়েছেন স্পিকার নিজে। তিনি বলেন, “একটি মোটরবাইককে কাটাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় পাইলট কারটি। সকলেই সুস্থ আছেন। কারও বড় কিছু হয়নি।” মুষলধারে বৃষ্টির কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।