SFI New Secretary: বাংলার মাটি থেকে ‘সেট’ হবে যুব-লাইন! প্রবীণ বামেদের নতুন প্রজন্মের ভরসা সৃজন-আদর্শ

Srijan Bhattacharya: কেরলের কোঝিকোড়ে চলছিল এসএফআইয়ের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাছাইয়ের কাজ। অবশেষে হল সিদ্ধান্ত। বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের কাঁধে গেল দায়িত্ব।

SFI New Secretary: বাংলার মাটি থেকে সেট হবে যুব-লাইন! প্রবীণ বামেদের নতুন প্রজন্মের ভরসা সৃজন-আদর্শ
বাংলার সৃজন ও কেরলের আদর্শImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jun 29, 2025 | 8:28 PM

তিরুবনন্তপুরম:  শীর্ষ পদে বহাল বাঙালি। বামেদের ছাত্র পরিষদের রাশ টানা হবে বাংলার মাটি থেকেই। কেরলের কোঝিকোড়ে আয়োজিত হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সর্বভারতীয় ১৮ তম সম্মেলন। সেখানেই চলছিল এসএফআইয়ের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাছাইয়ের কাজ। অবশেষে হল সিদ্ধান্ত। বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের কাঁধে গেল দায়িত্ব।

২৭ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন। চলবে আগামিকাল পর্যন্ত। শেষ হবে সমাবেশের মধ্যে দিয়ে। আর তার আগেই রবিবার হয়ে গেল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাছাইয়ের কাজ। বাংলার ছাত্রনেতার উপরেই ফের ভরসা রাখল বামেদের কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়াও সর্বভারতীয় সভাপতি পদে বসেছেন কেরলের আদর্শ এম সাজি।

সৃজনের আগেই এসএফআইয়ের সাধারণ সম্পাদক পদে ছিলেন আরও এক বাঙালিই। নাম ময়ূখ বিশ্বাস। সে প্রেসিডেন্সির প্রাক্তনী। এদিন ময়ূখের হাত থেকে পদের দায়িত্ব গেল আরও এক বাঙালিরই হাতে। ময়ূখের সময়কালে সভাপতি বাছাই হয়েছিল কেরল থেকেই। নাম ভিপি সানু। এবারও এল সেই কেরল থেকেই।

সম্প্রতি পালাবদল হয়েছে বামেদের আরও এক ছাত্র শিবিরের অন্দরেও। ডিওয়াইএফআইয়ের ২০ তম রাজ্য সম্মেলনে মীনাক্ষীর জায়গা নিয়ে আসা হয়েছে নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। এর আগে সিপিএমের যুব সংগঠনের সভাপতি পদ সামলে ছিলেন ধ্রুবজ্যোতি। মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে যেতেই DYFI-এর শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হল ধ্রুবজ্যোতিকে। তিনি আবার যে পদে ছিলেন সেখানে নিয়ে আসা হয়েছে অয়নাংশু সরকারকে।

সামনেই কেরল ও বাংলায় নির্বাচন। তার আগে সময় মেপেই যুব নেতৃত্বের হাতবদল কি চাঙ্গা করবে বামেদের নিম্নস্তরের যুব-কর্মীদের? প্রশ্ন থাকছে।