
মালদা: আজ অর্থাৎ সোমবার মালদার বৈষ্ণবনগর পারলাল হাই স্কুলে তৈরি অস্থায়ী ত্রাণ শিবিরে যেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার তিনি জানান, ‘আমি সোমবার মালদা যাব, কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। পারলালপুরে যারা রয়েছেন, তাদের সঙ্গে দেখা করব। তবে মালদা গেলেও মুর্শিদাবাদ এখন যাব না। ওটা অশান্তি বিধ্বস্ত এলাকা। পরিস্থিতি ঠান্ডা হলে সেখানে অবশ্যই যাব।’
সূত্রের খবর, মুর্শিদাবাদ ও মোথাবাড়ির ঘটনায় বিজেপির তৈরি কন্ট্রোল রুমে বসবেন সুকান্ত। চালাবেন নজরদারি। এছাড়াও, এদিনই আবার তিনি যেতে পারে মোথাবাড়িতেও। বিজেপি নেতা আরও জানিয়েছেন, ‘ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সমস্ত সমস্যা শুনব। ওখানে কী অবস্থা নজর রাখব এবং সময়ে সময়ে স্বরাষ্ট্রমন্ত্রককে তা জানাব।’
উল্লেখ্য, ওয়াকফ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্য়েই হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেত হচ্ছে নিরাপত্তারক্ষীদের। অশান্তি বিধ্বস্ত দুর্গতদের দাবি, ‘দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকেও ভয় পাচ্ছে না।’
এই মর্মে আবার সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনীকে যতটা ব্যবহার করা উচিত, রাজ্য ততটা ব্যবহার করতে পারছে না। ধুলিয়ানে যখন সাত নম্বর ওয়ার্ডে হামলা চলছে, শুনলাম ওখানে থানার সামনেই বাহিনীর গাড়িগুলিকে দাঁড় করিয়ে রেখেছে ওরা।’ একই অভিযোগ তুলেছেন বিজেপির কৌস্তভ বাগচী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখছেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করছে রাজ্য। নির্ঝঞ্ঝাট এলাকায় তাদের বসিয়ে রাখা হয়েছে।’