সবুজ সাথীর সাইকেল নিয়ে স্কুল পড়ুয়াদের মিছিল, ‘দিদিমণি তোমায় চাই’ বাজল তারস্বরে
ছাত্রছাত্রীদের সঙ্গে কোনও দলীয় প্রতীক না থাকলেও মিছিলে অগ্রভাগে তৃণমূল নেতাদের নেতৃত্ব দিতে দেখা যায় বলে অভিযোগ।
জলপাইগুড়ি: ওদের এখনও ভোট দেওয়ার বয়স হয়নি। তা সত্ত্বেও সবুজ সাথীর সাইকেল নিয়ে শাসকদলের সমর্থনে মিছিল করল স্কুল পড়ুয়ারা। মিছিলের সঙ্গে তারস্বরে ডিজে বক্সে বাজল ‘দিদিমণি তোমায় চাই’। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জে।
মঙ্গলবার বিকেলে এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহান পাড়া এলাকায়। এ দিন দেখা যায়, সবুজ সাথী সাইকেল নিয়ে মিছিল করে হেঁটে আসছে শতাধিক স্কুল পড়ুয়া। ছাত্রছাত্রীদের সঙ্গে কোনও দলীয় প্রতীক না থাকলেও মিছিলে অগ্রভাগে তৃণমূল নেতাদের নেতৃত্ব দিতে দেখা যায় বলে অভিযোগ। যাদের ভোটার তালিকায় নামই ওঠেনি তাদের দিয়ে এহেন মিছিল করানোয় বিজেপি-তৃণমূল তরজা উঠেছে চরমে।
আরও পড়ুন: তৃণমূল বাদে অন্যকে ভোট মানেই বিজেপির দিকে, বহরমপুরে মমতার সাফ বার্তা
এই নিয়ে রাজগঞ্জের বিজেপি ব্লক সভাপতি তপন রায় বলেন, “মিছিল দেখে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ তৃণমূলের পাশে নেই। তাই যাদের ভোটে নাম ওঠেনি তাদের দিয়ে মিছিল করাচ্ছে তৃণমূল। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি।” অন্যদিকে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীকে ফোনে ধরা হলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিতে হবে।
আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক, শামিল ওলা-উবেরও