ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক, শামিল ওলা-উবেরও
সূত্রের খবর, ট্যাক্সিতে ওঠার পরই ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে যা ৩০ টাকা।
কলকাতা: পেট্রল-ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা তো নেই-ই। উল্টে বাড়তে বাড়তে তা সেঞ্চুরির দোরগোড়ায়। এই কারণকে সামনে রেখে এ বার ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন এআইটিইউসি সমর্থিত ট্যাক্সি সংগঠন। আগামী ২২ ফেব্রুয়ারি এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, অ্যাপ ক্যাবও এই ধর্মঘটে শামিল হবে। অবিলম্বে ভাড়া বৃদ্ধির দাবিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে বলে খবর। ফলে নিত্যযাত্রীদের সমস্যা নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
লকডাউনের সময়ও হু-হু করে দুই অত্যাবশকীয় জ্বালানির দাম বেড়েছে। এখনও তা ক্রমবর্ধমান। অন্যদিকে ভাড়া বাড়ানোর নিয়ে উচ্চবাচ্চ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের বেঁধে দেওয়া ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না বলেই দাবি মালিক সংগঠনগুলির। এরই প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওপারেটর্স কোওর্ডিনেশন কমিটি।
শেষবার ২০১৮ সালে ভাড়া বেড়েছিল ট্যাক্সির। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। তবে ট্যাক্সির ভাড়া বাড়েনি। মূলত এই বিষয়কে সামনে রেখেই ২২ ফেব্রুয়ারির এই ধর্মঘটের ডাক। এআইটিইউসি সমর্থিক ট্যাক্সি সংগঠনের ডাকে ওলা-উবরের মতো অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাও শামিল হয়েছে। সূত্রের খবর, ট্যাক্সিতে ওঠার পরই ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে যা ৩০ টাকা।
আরও পড়ুন: তৃণমূল বাদে অন্যকে ভোট মানেই বিজেপির দিকে, বহরমপুরে মমতার সাফ বার্তা
প্রসঙ্গত, এই একই কারণে গত মাসে তিনদিন ব্যাপী ধর্মঘট ডেকেছিল বাস সংগঠনগুলি। ভোটের মুখে ভাড়া বৃদ্ধি ও ধর্মঘট রুখতে বনধের আগের দিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা চালান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শেষে রফাসূত্র বের হয় এবং ধর্মঘট স্থগিত রাখা হয়। এবার ট্যাক্সি ধর্মঘট নিয়ে রাজ্য সরকার কী অবস্থান নেয় নজর থাকবে সেই দিকেই।
আরও পড়ুন: ‘বাংলার সংস্কৃতি তো আপনার ভাইপোই ডুবিয়ে দিচ্ছে’, কুকথা নিয়ে মমতাকে খোঁচা নাড্ডার